বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৫

  •    
  • ১৩ জানুয়ারি, ২০২২ ০৯:২৬

মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, ‘বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহতের ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

মাদারীপুর সদর উপজেলায় বাসের ধাক্কায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

উপজেলার চরগোবিন্দপুর এলাকায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনায় উত্তে‌জিত জনতা পরিবহনটিতে আগুন দেয়। এ সময় প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহত চালকের নাম কামাল ফরাজী। ৫০ বছরের কামালের বাড়ি উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর এলাকায়।

আহতরা হলেন একই এলাকার রাজ্জাক মালেকের ছেলে ২২ বছরের আলামিন, মজিদ খাঁর ছেলে ২০ বছরের রাকিব (২০), মোলারফ বেপারীর ১৯ বছরের ছেলে আজিজ, আয়নাল খাঁর ২১ বছরের ছেলে রিয়াজ ও কালু ফকিরের ২২ বছরের ছেলে রাসেল। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, ‘ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

মাদারীপুর সদর থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী দিদার পরিবহনের একটি বাস মাদারীপুর শেখ হাসিনা মহাসড়কের চরগোবিন্দপুর এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।

এতে অটোরিকশাচালক কামাল ফরাজী ঘটনাস্থলেই নিহত ও পাঁচ যাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি দুজনকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ‘বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।’

এ বিভাগের আরো খবর