বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওমিক্রন নয়, আসল রোগ সরকার পতনের আশঙ্কা: খসরু

  •    
  • ১২ জানুয়ারি, ২০২২ ২২:৫২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘ওমিক্রন কোভিডের জন্য নাকি সমাবেশ বন্ধ করতে হবে। ওমিক্রন নয়, আসল রোগ অন্য জায়গায়। রোগ হচ্ছে, সরকার পতনের দিন ঘনিয়ে এসেছে। ওমিক্রনের নাম দিয়ে ১৫-২০ দিন ঠেকাতে পারবেন, না হলে একমাস ঠেকাতে পারবেন। পতন কিন্তু হবেই হবে।’

দেশে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে সরকার নতুন করে যে বিধিনিষেধ দিয়েছে, তাকে রাজনৈতিক বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি মনে করেন, সরকারের পতন ঘনিয়ে এসেছে। এ কারণেই তারা সভা সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগের দাবিতে বুধবার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এই দাবি করেন।

বন্দরনগরের শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে কর্ণফুলী সিডিএ আবাসিক মাঠে এই সমাবেশ হয়।

করোনার তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে বৃহস্পতিবার থেকে নতুন করে বিধিনিষেধ দিয়েছে সরকার। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ।

বিএনপি নেতা বলেন, ‘ওমিক্রন কোভিডের জন্য নাকি সমাবেশ বন্ধ করতে হবে। ওমিক্রন নয়, আসল রোগ অন্য জায়গায়। রোগ হচ্ছে, সরকার পতনের দিন ঘনিয়ে এসেছে। ওমিক্রনের নাম দিয়ে ১৫-২০ দিন ঠেকাতে পারবেন, না হলে একমাস ঠেকাতে পারবেন। পতন কিন্তু হবেই হবে।’

বিএনপির আন্দোলনের জোয়ার শুরু হয়ে গেছে বলেও মনে করেন আমির খসরু। বলেন, ‘যারা আমাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেয়ার জন্য আমাদের সভা সমাবেশে বাধা দিচ্ছে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। এই যে উত্তাল আন্দোলন শুরু হয়েছে, কোনো শক্তি একে রুখতে পারবে না।

‘সমুদ্রের পানিকে বালু দিয়ে রক্ষা করা যায় না, সমুদ্রের পানি বাধ ভেঙে দেয়। আজ দক্ষিণ জেলা বিএনপি বাধ ভেঙে দিয়েছে। যে পরিমাণ লোক সমাগম আজ হয়েছে, এটা একটা স্যাম্পল মাত্র।

‘এখনও তো ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। ফাঁদ দেখাব আগামী দিনে। চট্টগ্রামে দেখাব, চট্টগ্রাম বিভাগে দেখাব, বাংলাদেশে দেখাব। এসব ধানাইপানাই করে কোনো লাভ হবে না। ১৪৪ ধারায় কোনো কাজ হবে না।’

দেশে গুটিকয় আ.লীগ, বাকি সব বিএনপিআমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন, দেশে এখন আওয়ামী লীগ সমর্থক গুটি কয়েক। দেশের সিংহভাগ মানুই এখন বিএনপির পক্ষে।

আমির খসরু বলেন, ‘শুনেছি, সরকার নাকি বিএনপি নেতাকর্মীদের তালিকা করছে। একটা পরামর্শ দিই, আপনারা আওয়ামী লীগের যে গুটিকতক সমর্থক আছে, তাদের তালিকা করুন। আর বাকি সব বিএনপি। আওয়ামী লীগে এখন কোনো রাজনীতিবিদ নেই। লুটপাটে যারা জড়িত, তারা ছাড়া আওয়ামী লীগে এখন আর কেউ নেই।’

বিএনপি নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- সরকারের বিরুদ্ধে নাকি দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। আসলে ষড়যন্ত্র মূলত করছে আওয়ামী লীগ। আবার এ দেশের মানুষের ভোট কেড়ে নেয়ার ষড়যন্ত্র করছে। বিচার বিভাগকে কুক্ষিগত করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে। গণমাধ্যমের গলা টিপে ধরে, সরকারের কর্মকর্তাদের ব্যবহার করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে। সব ভোট চোররা আজ এক জায়গায় যুক্ত হয়েছে।’

‘খালেদা মুক্ত হবে আন্দোলনে’দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে বলেও বলেও ঘোষণা দেন আমির খসরু। বলেন, ‘পরিষ্কারভাবে বলতে চাই- খালেদা জিয়ার মুক্তি চাই না, খালেদা জিয়াকে মুক্ত আমরা করব।

‘কার কাছে মুক্তি চাইব? একটা অবৈধ, অনির্বাচিত, দুর্নীতিবাজ, দালাল সরকারের কাছে? খালেদা জিয়াকে মুক্ত করব আন্দোলনের মাধ্যমে।

‘আবারও বলছি, এই অবৈধ সরকার, এই অনির্বাচিত সরকারের কাছে আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাইতে পারি না। আগে তাদের পতন ঘটাতে হবে। পতনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করতে হবে।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোস্তাক আহমেদ খান ও আহ্বায়ক কমিটির সদস্য এস এম মামুন মিয়ার যৌথ পরিচালনায় সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্করও বক্তব্য রাখেন।

এ বিভাগের আরো খবর