ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের সময় ঘুষ নেয়ার অভিযোগে কুমিল্লার মুরাদনগরের নির্বাচন কর্মকর্তা বিল্লাল মেহেদীকে প্রত্যাহার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম।
নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুরাদনগরে উপজেলায় ৩১ জানুয়ারি ভোট হবে। গত ৬ জানুয়ারি ছিল প্রার্থিতা যাচাই-বাছাইয়ের দিন।
সেদিন বিল্লাল মেহেদী দায়িত্বে থাকা অবস্থায় প্রার্থিতা বাতিলের ভয় দেখিয়ে প্রার্থীপ্রতি ৫০০-১০০০ টাকা আদায় করেন বলে অভিযোগ করেছেন কয়েকজন।
ঘটনার তদন্তের পর প্রতিবেদন জমা দেয়া হয় নির্বাচন অফিসে। তারপরই বুধবার বিকালে মেহেদীকে প্রত্যাহারের ঘোষণা আসে।
নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব আতিয়ার রহমান এই আদেশ দেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, মেহেদীকে প্রত্যাহার করে তার বদলে বরুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম দায়িত্ব পালন করবেন।