খাদ্যমন্ত্রী সাধণ চন্দ্র মজুমদার অসুস্থ। করোনার উপসর্গ নিয়ে তিনি বাসায় অবস্থান করছেন।
বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রী নিজেই।
জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বুধবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধণ চন্দ্র মজুমদার। তিনি অসুস্থতার জন্য সেখানে যেতে পারেননি।
তবে দৈনিক বাংলার ডাক পত্রিকার যুগপূর্তির এ অনুষ্ঠানে মোবাইল ফোনে যুক্ত হন খাদ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘মঙ্গলবার বিকেল থেকে আমার মাথা ব্যথা ও শরীর খারাপ। কয়েকদিন আগে করোনা টেস্ট করিয়েছিলাম, এখন করা হয়নি। তবে হঠাৎ জ্বর আসায় আমি সব প্রোগ্রাম বাতিল করেছি। গলা ব্যথা, সর্দি-কাশির উপসর্গ নিয়ে মানুষের মাঝে যেতে চাচ্ছিনা। আমার জন্য দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।’
ঘনিষ্ঠজনরা জানান, মন্ত্রী করোনার উপসর্গ নিয়ে বাসায় অবস্থান করছেন। চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করাবেন দু’একদিন পর।