বগুড়ার শেরপুরে নিজ বাড়িতে বিষপানে এক নারী কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
রহিমা খাতুন নামে ২৫ বছরের ওই নারী কক্সবাজার ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এর আগে শেরপুর উপজেলার চণ্ডীশ্বর গ্রামে নিজ বাড়িতে বেলা ১১টার দিকে তিনি বিষপান করেন বলে জানিয়েছেন স্বজনরা।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
চাচা রুবেল মিয়া জানান, ১০ দিনের ছুটিতে রহিমা গত ৫ জানুয়ারি শেরপুরে যান। বুধবার সকালে তিনি বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। বাড়ির লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শহীদ জিয়া মেডিক্যালে নেয়। সেখানে তার মৃত্যু হয়।
রুবেল আরও জানান, একই ব্যাটালিয়নে কর্মরত পুলিশ কনস্টেবলের সঙ্গে রহিমার প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে সম্প্রতি মনোমালিন্য হয়। এর জেরেই রহিমা বিষপান করেন।
শেরপুর থানার ওসি জানান, রহিমার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতাল মর্গে। তার মৃত্যুর কারণ তদন্তের পর জানা যাবে।