প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা অধ্যাপক গওহর রিজভীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার বিকেলে তাদের সাক্ষাৎ হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য গণমাধ্যমে জানানো হয়েছে।
আলোচনায় যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশে ৩ বছর ২ মাস অবস্থানকালে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ব্যবসা-বিনিয়োগ, শিক্ষা-সংস্কৃতি, প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যাবস্থাপনায় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের চমৎকার সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন গওহর রিজভী।
দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও উঁচুতে পৌঁছাবে বলে আশা ব্যক্ত করেন মিলার।
তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে ওয়াশিংটন থেকে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও উচ্চপর্যায়ে নিয়ে যেতে প্রতিনিধি দলটি বিভিন্ন বিষয়ে আলোচনার প্রস্তুতি শুরু করেছে বলেও জানান বিদায়ী রাষ্ট্রদূত।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকায় আমেরিকা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেইভ ও রাজনৈতিক শাখাপ্রধান আর্তুরো হাইনস।