বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫৯ জনকে কামড়ানো কুকুরকে মারা হলো পিটিয়ে

  •    
  • ১২ জানুয়ারি, ২০২২ ১৯:৩৮

ওসি এমরানুল ইসলাম বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরটি বিভিন্ন এলাকায় কামড়ে বেড়াচ্ছিল। বেলা ২টার দিকে কুকুরটিকে স্থানীয়রা পিটিয়ে হত্যা করে।

ব্রাহ্মণবাড়িয়া শহরে কুকুরের কামড়ে শিশুসহ অর্ধশত লোক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। উত্তেজিত এলাকাবাসী পিটিয়ে ওই কুকুরটিকে হত্যা করেছে।

শহরের কাজীপাড়া, কালীবাড়ি মোড়, নয়নপুর, পুনিয়াউট, পৈরতলা, মধ্যপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় বুধবার সকালে ওই কুকুরটি এলাকাবাসীকে তাড়া করে কামড়ে দেয়। এদের মধ্যে ৫৯ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। দুপুরে ওই কুকুরটিকে পিটিয়ে মারা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া কাজীপাড়ার মোহন মিয়া বলেন, ‘ওই পাগলা কুকুরটা রাস্তায় মানুষের তাড়া করে বেড়াচ্ছিল। রাস্তায় যাকে পাচ্ছিল তাকে কামড় দিচ্ছিল। আমি পৈরতলা বাসস্ট্যান্ড থেকে সরকারপাড়া এলেই আমাকে তাড়া করে। পরে কাজীপাড়ার পুরাতন বাসস্ট্যান্ডের সামনে আমাকে কামড়ে দেয়।

‘পরে সেই কুকুরটি আবার দৌড়ে কালীবাড়ির মোড় এলাকার দিকে ছুটে যায়। সেখানে গিয়ে প্রায় ২০-২৫ জনকে কামড় দেয়।’

সদর উপজেলার বেতবাড়িয়া এলাকার হনুফা বেগম বলেন, ‘আমি কাজীপাড়া দাতিয়ারা এলাকায় প্রতিবেশীর বাড়িতে এসেছিলাম। সেখানে রাস্তায় একটি পাগলা কুকুর দৌড়ে এসে আমার বাম পায়ে কামড়ে দেয়। পরে সেই দাতিয়ারা এলাকার স্বজনরা আমাকে হাসপাতালে এনে ভ্যাকসিন দেয়ায়।’

ওসি এমরানুল ইসলাম বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরটি বিভিন্ন এলাকায় কামড়ে বেড়াচ্ছিল। বেলা ২টার দিকে কুকুরটিকে স্থানীয়রা পিটিয়ে হত্যা করে।

এ বিভাগের আরো খবর