বগুড়ায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন।
সদর উপজেলার পীরগাছা এলাকায় বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া শিবগঞ্জ উপজেলার ফাঁসিতলা গ্রামের পুটু আকন্দের ছেলে ১৮ বছর বয়সী সোহানুর রহমান সোহান ও মোকামতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে ২১ বছর বয়সী সাব্বির।
সোহান শিবগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের পুটু আকন্দের ছেলে। তিনি সরকারি এমএইচ ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আর সাব্বির একই উপজেলার চক্ররামপুরের শহিদুল ইসলামের ছেলে এবং মোকামতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত।
এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গণি।
তিনি জানান, সোহান, সাব্বির ও রাফি তিন বন্ধু মোটরসাইকেলযোগে ঘোরাফেরা করছিলেন। তারা বগুড়া সদরের পীরগাছা এলাকায় পৌঁছালে সেখানে বালুবাহী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়।
রাস্তার ধারের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে তাদের বাইকের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই সোহান মারা যান। অন্য দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেন স্থানীয়রা।
পুলিশ কর্মকর্তা ওসমান গণি আরও জানান, আহত দুজনের মধ্যে সাব্বির আশঙ্কাজক ছিল। হাসপাতালে কিছুক্ষণ চিকিৎসা নেয়ার পর সাব্বিরও মারা যায়। আর এ দুর্ঘটনায় রাফি সামান্য আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সোহান ও সাব্বিরের মরদেহ তাদের স্বজনরা নিয়ে গেছেন বলে জানান সদর থানার এই কর্মকর্তা।