বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিমানের দুই কর্মচারীসহ ৪ জনের কারাদণ্ড

  •    
  • ১২ জানুয়ারি, ২০২২ ১৮:০৭

চারজনকে ১২ বছর করে কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। সে সঙ্গে প্রত্যেককে ৪০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন বিচারক।

স্বর্ণ উদ্ধারের ঘটনায় করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মচারীসহ চারজনের প্রত্যেককে ১২ বছর কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিলকিছ আক্তার বুধবার এ রায় দেন।

বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) পেন্ট্রিম্যান রুহুল আমিন ও শাহিনুর ইসলাম এবং স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ইফতারুল আলম সরকার ও রিয়াজকে ওই দণ্ড দেয়া হয়েছে।

সে সঙ্গে তাদের প্রত্যেককে ৪০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন বিচারক।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী গোলাম নবী নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় দেয়ার আগে কারাগার থেকে রুহুল ও শাহিনুরকে আদালতে আনা হয়। অন্য দুজন জামিনে থাকা অন্য দুজনও আদালতে হাজির হন।

রায়ের পর চারজনকে কারাগারে পাঠানো হয়।

২০১৮ সালের ১৫ মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ৯ কেজি ২৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে ঢাকা কাস্টম হাউস। তখন এর বাজার মূল্য ছিল প্রায় ৪ কোটি ৬৪ লাখ টাকা।

এ ঘটনায় রুহুল ও শাহিনুরকে আটক করা হয়। পরে কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা (প্রিভে.) এম এস রিমন আল-রাফি বিমানবন্দর থানায় মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, রুহুল ও শাহিনুর ডিউটির সময় বিমানের ঢাকাগামী বিজি২৩৬ ফ্লাইটে ক্যাটারিং কাজের জন্য ভেতরে যান। ফ্লাইটটির টয়লেটের মধ্যে লুকিয়ে রাখা স্বর্ণ তারা পোশাকের মধ্যে করে বাইরে এনে খাবারের ট্রেতে লুকিয়ে রাখেন। পরে কাস্টমস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে স্বর্ণ উদ্ধার করে।

২০১৯ সালের ৮ জুলাই চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মিজানুর রহমান।

২০২০ সালের ১৩ ডিসেম্বর চার আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। বিচার চলার সময় ১৪ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য নেয়া হয়।

এ বিভাগের আরো খবর