যশোরের বেসরকারি আদ্-দ্বীন সকিনা মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে ভারতীয় এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
হোস্টেলের পঞ্চম তলার একটি বাথরুম থেকে বুধবার সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
কলেজ কর্তৃপক্ষের দাবি, ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ওই শিক্ষার্থীর নাম সীমা জোহরা। ২১ বছরের সীমার বাড়ি ভারতের জম্বু কাশ্মীরের বথগ্রাম জেলার যাবারপুরে। তার বাবার নাম গোলাম মোহাম্মাদ।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভোরে হাউস কিপার মর্জিনা সীমার রুমমেটদের কাছে জানতে পারেন সে বাথরুমের দরজা খুলছে না।
‘বিষয়টি আমাকে জানালে আমি পুলিশে খবর দিই। পরে জেলার কোতোয়ালি থানার চাঁচড়া ফাঁড়ির পুলিশ এসে বাথরুমের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘সীমা বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।’
তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভারতীয় হাইকমিশনার পারমিট দিলে মরদেহ হস্তান্তর করা হবে।’
ওসি আরও বলেন, ‘ময়নাতদন্ত শেষে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’