সকালবেলা বাবা ও চাচার সঙ্গে মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিল নাঈম। পথে ট্রাকচাপায় প্রাণ গেছে চাচা-ভাতিজার।
দুর্ঘটনাটি ঘটেছে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আরডিআরএস অফিস এলাকায়, বুধবার সকাল ৯টার দিকে।
আব্দুল্লাহ বিন নাঈমের বয়স ছয়। সে হাতীবান্ধা ক্যামব্রিয়ান স্কুলের নার্সারি শাখায় পড়ত।
দুর্ঘটনার পর ট্রাকচালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ট্রাকটি।
হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ এই তথ্যগুলো নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে বড়খাতা পূর্ব সাড়ডুবি গ্রামের বাড়ি থেকে বাবা ফারুক আহমেদ ও চাচা মো. ইমরানের সঙ্গে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিল নাঈম। মোটরসাইকেল চালাচ্ছিলেন ফারুক। পথে আরডিআরএস অফিসের সামনে ফারুক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলসহ আরোহীরা রাস্তায় পড়ে যায়। সে সময় পেছন থেকে যাওয়া বুড়িমারী স্থলবন্দরগামী ট্রাকটি তাদের চাপা দেয়।
স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার চাচা ইমরানকে পাঠানো হয় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে নেয়ার পর তারও মৃত্যু হয়।
তবে নাঈমের বাবার আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠানো হয়েছে বলে জানান ওসি।