দেশের বেশির ভাগ ব্যাংক করপোরেটদের নিয়েই ব্যস্ত থাকে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। বলেছেন, ব্যাংক থেকে বড়রাই ঋণ পাচ্ছে। তারা ছোট উদ্যোক্তাদের (এসএমই) দিকে নজর দিতে চায় না। এ মনোভাবের পরিবর্তন হওয়া দরকার।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য প্রেসে এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতি।
তিনি বলেন, ‘এ ধরনের মনোভাব পরিহার করতে এসএমই উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং নিয়মেই একটা নির্দিষ্ট অর্থ ঋণ বিতরণে ব্যাংকগুলোকে সরকারের বাধ্য করা উচিত।’
করোনাকালে সরকারের প্রণোদনা ঋণ বিতরণে ব্যাংকগুলোর বৈষম্যের দৃষ্টান্তও তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, ‘ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠনের নেতৃত্বে এসে আমরা দেখেছি ৫০ জন বড় কাস্টমারকে ব্যাংকগুলো যে ঋণ দেয়, তার এক অংশ ঋণ পাচ্ছেন ৪ লাখ এসএমই উদ্যোক্তা। বাকিরা তো পাচ্ছেনই না। অথচ দেশের অর্থনীতির ৮৫ ভাগ অবদান রেখে আসছেন এই এসএমইরা।’
খেলাপি ঋণের বেশির ভাগই করপোরেটদের কাছে পাওনা বলে জানিয়েছেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন। তিনি বলেন, ‘ব্যাংকব্যবস্থায় খেলাপির হার ৮.৭ শতাংশের মতো। এই যে বিপুল পরিমাণ খেলাপি, সবকটিই বড় করপোরেটদের। আমি নিজেও একটি ব্যাংকের চেয়ারম্যান (বেঙ্গল ব্যাংক)। এসএমইরা ঋণের টাকা মারেন না। তারা সব ঋণ ফেরত দেন।
‘তাই আমি বোর্ড সভায় আমার বোর্ড অফ ডিরেক্টরসদের বলে দিয়েছি, আমাদের করপোরেট প্রতিষ্ঠান দরকার নেই, এসএমইরা যাতে কোনোভাবেই ঋণ বঞ্চিত না হন। আশার বিষয় হচ্ছে, এখন বাংলাদেশ ব্যাংকও এসএমইদের ওপর বিশেষ নজর দিতে শুরু করেছে।’