বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চকরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

  •    
  • ১২ জানুয়ারি, ২০২২ ১৩:১৭

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাফায়েত হোসেন বলেন, ‘তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।’

কক্সবাজারে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২০ জন।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পাগলিরবিল এলাকায় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নিহতদের একজন বাসের চালক মীর আহমেদ। তার বাড়ি সাতকানিয়া উপজেলায় বলে জানা গেছে। তবে নিহত অপরজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।’

সাফায়েত হোসেন জানান, সীতাকুণ্ড থেকে সৌদিয়া পরিবহনের একটি বাস পিকনিকের উদ্দেশ্যে কক্সবাজার যাচ্ছিল। বেলা ১১টার দিকে ওই বাসের সঙ্গে চট্টগ্রামমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়া হলে মারা যান আরও একজন।

তিনি আরও জানান, এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। তাদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিভাগের আরো খবর