বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনায় মারা গেলেন চিত্রশিল্পী মাহমুদুল

  •    
  • ১২ জানুয়ারি, ২০২২ ০০:৩৩

করোনা আক্রান্ত হওয়ার পর মাহমুদুল হক রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধী ছিলেন। অসুস্থতা বেড়ে গেলে শুক্রবার তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চিত্রশিল্পী মাহমুদুল হক।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মারা যান। মাহমুদুল হকের ভাই মোস্তাফিজুল হক নিউজবাংলাকে এ খবর নিশ্চিত করছেন।

মোস্তাফিজুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক।

মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

মোস্তাফিজুল হক জানান, করোনা আক্রান্ত হওয়ার পর মাহমুদুল হক ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অসুস্থতা বেড়ে গেলে শুক্রবার তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। বৃহস্পতিবার গ্রামের বাড়ি বাগেরহাটের রামপালে তাকে দাফন করা হবে।

মাহমুদুল হক ১৯৪৫ সালে রামপালের শ্রীফলতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৮ সালে তৎকালীন সরকারি চারু ও কারুকলা কলেজ থেকে বিএফএ ও পরে জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয় থেকে এমএফএ ডিগ্রি লাভ করেন। এ ছাড়া তিনি ছাপচিত্রের ওপর জাপান থেকে দু’বছরের উচ্চতর প্রশিক্ষণ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক হিসেবে ১৯৬৯ সালে মাহমুদুল হকের কর্মজীবন শুরু হয়। ২০১০ সালে তিনি অবসরে যান। তিনি ছাপচিত্র বিভাগের প্রধান, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক এবং পরে জাতীয় জাদুঘরের মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।

দেশ-বিদেশে শিল্পী মাহমুদুল হকের শিল্পকর্মের ৩৯টি একক এবং অনেক যৌথ প্রদর্শনী হয়েছে।

এ বিভাগের আরো খবর