বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ।
প্রথমবারের মতো দেশটিতে এক বছরে তৈরি পোশাক রপ্তানি করে ৬০০ কোটি (৬ বিলিয়ন) ডলারের বেশি আয় করেছেন বাংলাদেশের উদ্যোক্তারা। বিদায়ী ২০২১ সালের প্রথম ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) ৬৩৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রে। বর্তমান বিনিময়হার (প্রতি ডলার ৮৬ টাকা) হিসাবে টাকার অঙ্গে এই অর্থের পরিমাণ প্রায় ৫৪ হাজার ৬৯৬ কোটি টাকা।
করোনা মহামারির মধ্যেও গত বছরের পুরোটা সময় ধরে পোশাক রপ্তানিতে রমরমা অবস্থা ছিল বাংলাদেশের। একের পর এক রেকর্ড হয়েছে। এমন ভালো বছর আর কখনই পার করেনি বাংলাদেশের তৈরি পোশাকশিল্প উদ্যোক্তারা। বিদায়ী বছরের এক মাসের হিসাব এখনও পাওয়া যায়নি। তবে, ১১ মাসের তথ্য বিশ্লেষণ করে এটা নিশ্চিত করে বলা যায় যে, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি ৭০০ কোটি ডলার (৭ বিলিয়ন) ছাড়িয়ে যাবে।
পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসানও জোর দিয়ে বলেছেন, ‘২০২১ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি ৬ বিলিয়নের পর ৭ বিলিয়নেরও মাইলফলক অতিক্রম করবে। কেননা, ডিসেম্বর মাস হচ্ছে, আমাদের পোশাক রপ্তানির সবচেয়ে ভালো মাস। বড়দিনকে (২৫ ডিসেম্বর) সামনে রেখে একক মাসের হিসাবে সবচেয়ে পোশাক রপ্তানি হয় এই মাসে। এবারও আমরা সেটা করেছি। তাই আমি নিশ্চিত, গত বছর আমাদের রপ্তানি ৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।’
গত ৮ জানুয়ারি প্রকাশিত ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলসের (অটেক্সা) হালনাগাদ তথ্য বিশ্লেষণে দেখা যায়, যুক্তরাষ্ট্রের বাজারে গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ ৫৯৩ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছিল ২০১৯ সালে। দ্বিতীয় সর্বোচ্চ ৫৪০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয় ২০১৮ ও ২০১৫ সালে। যদিও গত এক দশকে বাজারটিতে রপ্তানি খুব বেশি বাড়েনি। যেমন ২০১১ সালে ৪৫১ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়। এরপর বিভিন্ন সময়ে উত্থান-পতন দেখা যায়।
২০২০ সালে এই বাজারে রপ্তানি হয়েছিল ৫২৩ কোটি ডলারের পোশাক। ২০২১ সালে সেটা এক লাফে বেড়ে ৬০০ কোটি ডলার ইতোমধ্যেই অতিক্রম করেছে। ডিসেম্বরের তথ্য যোগ হলে ৭০০ কোটি ডলারের মাইলফলকও অতিক্রম করবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য ঘেঁটে দেখা যায়, চলতি ২০২১-২২ অর্থবছরে সামগ্রিকভাবে সর্বোচ্চ পরিমাণে তৈরি পোশাক রপ্তানিতে একাধিক রেকর্ড হয়েছে। অর্থবছরের তৃতীয় মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকে প্রতি মাসে ৪০০ কোটি ডলারের বেশি পণ্য রপ্তানি হচ্ছে। সেই ধারাবাহিকতায় গত মাসে (ডিসেম্বর) ৪৯০ কোটি ডলারের পণ্য রপ্তানির রেকর্ড হয়েছে। কোনো এক মাসে এই পরিমাণ রপ্তানি আগে কখনোই হয়নি। এর আগে গত অক্টোবরে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭২ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছিল।
যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশি পোশাকের বড় বাজার। তবে ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর পোশাক কারখানার কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন উঠলে বাজারটিতে রপ্তানি কমে যায়। তবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যযুদ্ধের কারণে ২০১৯ সালে অবস্থার পরিবর্তন হতে শুরু করে। ইতোমধ্যে কারখানার কর্মপরিবেশ উন্নয়নেও ব্যাপক অগ্রগতি হয় বাংলাদেশের। যার ফলে ২০১৯ সালে ৫৯৩ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়। পরের বছরও শুরুটা দুর্দান্ত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত করোনার থাবায় রপ্তানি নিম্নমুখী হয়।
অটেক্সার তথ্যে দেখা যায়, গত বছরের প্রথম ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বিভিন্ন দেশ থেকে মোট ৭ হাজার ৪২৯ কোটি ডলারের পোশাক আমদানি করেছেন। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ২৫ দশমিক ৪৩ শতাংশ বেশি।
মোটা দাগে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা সামগ্রিকভাবে পোশাক আমদানি যে হারে বাড়িয়েছেন, সেটি ছাড়িয়ে গেছে বাংলাদেশের রপ্তানি। কারণ, বিদায়ী বছরের প্রথম ১১ মাসে দেশটিতে ৬৩৬ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এই রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে ৩০ দশমিক ৬৮ শতাংশ বেশি। অবশ্য ভালো প্রবৃদ্ধির পরও বাংলাদেশ এই বাজারে তৃতীয় অবস্থানেই রয়েছে। চীন ঘুরে দাঁড়িয়েছে। ভিয়েতনামও তাদের রপ্তানি ধরে রেখেছে।
যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হচ্ছে চীন। আলোচ্য ১১ মাসে দেশটি যুক্তরাষ্ট্রে ১ হাজার ৭৯০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। রপ্তানিতে তাদের প্রবৃদ্ধি হয়েছে ২৫ শতাংশ। আর দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক ভিয়েতনাম রপ্তানি করেছে ১ হাজার ৩২০ কোটি ডলারের তৈরি পোশাক। তাদের ১২ দশমিক ৭৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান নিউজবাংলাকে বলেন, ‘প্রায় সব মানুষকে করোনার টিকা দিয়ে যুক্তরাষ্ট্র স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিল। তাই ওই দেশের ক্রেতা প্রতিষ্ঠানগুলো গ্রীষ্ম ও বসন্ত মৌসুমের জন্য করোনার আগের মতোই ক্রয়াদেশ দিয়েছিল; সে অনুযায়ী আমরা রপ্তানি করেছি। তা ছাড়া মিয়ানমারে সেনাশাসন ও ভারতে করোনার ভয়াবহতার কারণেও কিছু ক্রয়াদেশও বাংলাদেশে স্থানান্তরিত হয়।’
‘এর আগে থেকেই কিছু ক্রয়াদেশ চীন থেকে বাংলাদেশসহ অন্যান্য দেশে স্থানান্তর করেন আমেরিকার ক্রেতারা। ভিয়েতনামে লম্বা সময় লকডাউন থাকার কারণেও কিছু ক্রয়াদেশ এসেছিল। সব মিলিয়ে ২০১৯ সালের তুলনায় ২০২১ সালে ২০ শতাংশের বেশি ক্রয়াদেশ এসেছিল যুক্তরাষ্ট্র থেকে। সেইসঙ্গে দামও কিছুটা বেশি পেয়েছি আমরা।’
‘সবমিলিয়েই ২০২১ সালটা আমাদের জন্য খুবই একটা ভালো বছর গেছে। এখনও প্রচুর অর্ডার আমাদের হাতে আছে; নতুন অর্ডারও আসছে। ২০২২ সালটাও ভালোই যাবে বলে মনে হচ্ছে।’
নিট পোশাক শিল্পমালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম নিউজবাংলাকে বলেন, ‘করোনার নতুন ধরন ওমিক্রন যদি বড় সমস্যা তৈরি না করে, তাহলে সামনের মাসগুলোতেও যুক্তরাষ্ট্রের বাজারে ভালো রপ্তানি হবে। কারণ, আগামী জুন পর্যন্ত কারখানাগুলোতে প্রচুর ক্রয়াদেশ রয়েছে।
তবে সুতার দামের অস্থিরতার কারণে রপ্তানিকারকরা খুব একটা স্বস্তিতে নেই বলেও উল্লেখ করেন তিনি।