ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সংসদ সদস্য দবিরুল ইসলাম ও তার গাড়িচালক। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে গেছেন।
উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিনমারি এলাকায় মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা হয়।
দবিরুল ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য।
তার ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
গাড়িচালক শ্রী চন্দ্রের বরাতে তিনি বলেন, ‘বাবা গাড়ির পেছনে বসা ছিলেন। নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার পথে একটি ভ্যানগাড়ি আচমকা গাড়ির সামনে চলে আসে। বাবা পেছন থেকে চিৎকার দিলে গাড়িচালক ভ্যানচালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
‘ফলে গাড়িটি খাদে পড়ে দুই তিনটি পল্টি খায়। এ সময় বাবা হাত, মুখ ও নাকে চোট পায়। পরে বাবাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তারা সুস্থ আছেন।’
হাসপাতালের চিকিৎসক মিঠুন চন্দ্র বলেন, ‘সাংসদ ও তার গাড়িচালককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা সামান্য চোট পান। গুরুতর আহত না হওয়ায় তাদেরকে চিকিৎসা দিয়ে বাসায় বিশ্রাম নেয়ার কথা বলা হয়েছে।’