বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বৃষ্টি নেমেছে, শীত ফেরার ইঙ্গিত

  •    
  • ১১ জানুয়ারি, ২০২২ ২২:১৬

আবহাওয়াবিদ হাফিজুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘আগামী দুদিন সারা দেশেই বৃষ্টি হবে। এর প্রভাবে দিনে তাপমাত্রা কমে শীতের প্রকোপ বাড়বে। তবে রাতে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।’

পৌষের শেষ ভাগে এসে রাজধানী ঢাকায় হানা দিয়েছে বৃষ্টি। আগামী দুই দিনে দেশের অধিকাংশ এলাকায়ই বৃষ্টি নামবে-এমন পূর্বাভাস রয়েছে আবহাওয়াবিদদের। এর মধ্য দিয়ে তাপমাত্রা কমে শীত ফেরারও ইঙ্গিত মিলেছে।

রাজধানীতে মঙ্গলবার রাত ৯টার পরপরই বৃষ্টি শুরু হয়। ক্রমান্বয়ে তা বাড়তে থাকে। তা নগরবাসীর ভোগান্তিরও কারণ হয়ে ওঠে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘আগামী দুদিন সারা দেশেই বৃষ্টি হবে। তবে ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হলেও বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

‘বৃষ্টির প্রভাবে সারা দেশেই দিনে তাপমাত্রা কমে শীতের প্রকোপ বাড়বে। তবে রাতে আবার তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।’

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা সারা দেশে‌ই বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বৃষ্টির প্রভাবে সারা দেশেই দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবার রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার ঢাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়। সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬০ শতাংশ।

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়কালে রাতে তাপমাত্রা কমতে পারে।

এ বিভাগের আরো খবর