অর্থপাচার মামলায় বিএনএইচ গ্রুপের চেয়ারম্যান এম এন এইচ বুলুর জামিন স্থগিত করে চেম্বার আদালতের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ ছয় বিচারপতির আপিল বেঞ্চের এ আদেশের ফলে এম এন এইচ বুলুকে আরও দুই মাস কারাগারেই থাকতে হবে।
আপিল বেঞ্চ একই সঙ্গে এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৩ মার্চ দিন ঠিক দিয়েছে।
এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোরসেদ। বুলুর পক্ষে ছিলেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মুরাদ রেজা।
অর্থপাচার মামলায় গত ১৬ নভেম্বর জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় বিচারিক আদালত। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি। পরে হাইকোর্ট তাকে জামিন দেয়।
এরপর আবার রাষ্ট্রপক্ষ তার জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগের চেম্বার আদালত আপিলের শুনানি নিয়ে জামিন আদেশ স্থগিত করে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার ওই আবেদনের শুনানি নিয়ে ১৩ মার্চ পর্যন্ত মামলাটি মুলতবি (স্ট্যান্ডওভার) করে রাখে।
অর্থপাচারের অভিযোগে ২০২০ সালের ১৩ আগস্ট রাজধানীর বনানী থানায় মামলা করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক হারুন উর রশিদ। ওই মামলায় এজাহারভুক্ত আসামি বিএনএইচ গ্রুপের চেয়ারম্যান এম এন এইচ বুলু।
এ ছাড়া তার বিরুদ্ধে ১০৯ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৯৮১ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন এবং ২৪ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৬২২ টাকা ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৮ সালের ৭ অক্টোবর মামলা করে দুর্নীতি দমন কমিশন।