মেহেরপুরে মাদক মামলার রায়ে শিশু আসামিকে দেয়া হয়েছে বই পড়ার সাজা। তাকে এক বছরের প্রবেশনে পাঠিয়ে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘আমার দেখা নয়া চীন’ বইদুটি পড়তে আদেশ দিয়েছে আদালত।
জেলা দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিচারক তৌহিদুল ইসলাম মঙ্গলবার বিকালে এই রায় দেন।
ওই আসামির জন্য প্রবেশন অফিসার হিসেবে মেহেরপুর সমাজসেবা অধিদপ্তরের অফিসার সাজ্জাদুল আলমকে দায়িত্ব দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই আসামিকে ২০১৯ সালের ২২ জুন ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। গাংনী থানায় তার নামে মাদকের মামলা দেয়া হয়। আসামির বয়স ১৮ বছরের কম হওয়ায় বিচার হয় এই ট্রাইব্যুনালে।
বিচারক রায়ে জানান, বই পড়াসহ ১৩টি শর্ত আসামিকে মেনে চলতে হবে। এরপর তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হবে।
ওই শর্তগুলোর মধ্যে আছে, তাকে ধূমপান ও মাদক সেবন থেকে বিরত থাকা, মাদক বহন, সংরক্ষণ, সরবরাহ ও বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট না থাকা ও লেখাপড়ায় মনোযোগী হওয়া।