নাগরিকত্ব, জন্ম, মৃত্যু ও ওয়ারিশ সনদ দিতে নারী কাউন্সিলরদের ক্ষমতা না দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিন কাউন্সিলর খালেদা আলম, শাহেদা বেগম ও নাসরিন রশিদ পুতুল মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন। এতে আইন সচিব, স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সচিবকে বিবাদী করা হয়েছে।
রিটের পক্ষে আইনজীবী রয়েছেন ড. ইউনুছ আলী আকন্দ।
রিটে সংরক্ষিত নারী কাউন্সিলরদের কোনো সনদ না দিতে সিটি করপোরেশনের জারি করা চিঠির বৈধতা প্রশ্নে রুল জারির আবেদন জানানো হয়েছে।
উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র দেয়া নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের কাউন্সিলরদের মধ্যে জটিলতা তৈরি হয়েছে।
স্থানীয় সরকার আইন ২০০৯ অনুযায়ী, মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদ দিতে পারেন শুধু সিটি করপোরেশনের একজন সাধারণ কাউন্সিলর। কিন্তু সংরক্ষিত কাউন্সিলর সনদ দিতে পারবেন কি না তা উল্লেখ নেই।
এ নিয়ে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। নারী কাউন্সিলররা বলছেন, এখানে বৈষম্য করা হয়েছে।
অন্যদিকে সিটি করপোরেশন বলছে, যারা এসব সনদ দিচ্ছেন তারা নিজ উদ্যোগেই দিচ্ছেন। এটি দেয়ার তাদের বিধান নেই।