বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিসির ভাইয়ের ‘প্রচারে’ নোয়াখালীতে বরিশালের কর্মকর্তা

  •    
  • ১১ জানুয়ারি, ২০২২ ১৭:৫৬

বরিশালের ডিসি জসীম উদ্দীন হায়দার বলেন, ‘ওই কর্মচারীরা তো এখান থেকে ছুটি নিয়ে গেছে, তারা ওখানে গিয়ে কী করতে গেছে এটা তাদের নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে আমার কিছু জানা নেই।’

নোয়াখালী পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন লুৎফুল হায়দার লেলিন। তিনি আবার বরিশালের জেলা প্রশাসক (ডিসি) জসীম উদ্দীন হায়দারের ছোট ভাই।

অভিযোগ উঠেছে, ভাইয়ের পক্ষে প্রচারে কাজ করতে নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নোয়াখালী পাঠিয়েছেন ডিসি। ঘটনা তদন্তে কমিটি করেছে নোয়াখালী জেলা প্রশাসন।

বরিশালের ডিসি জসীম জানিয়েছেন, ওই কর্মকর্তা-কর্মচারীরা ছুটি নিয়ে গিয়ে কোথায় কী করছেন সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আর নোয়াখালী যাওয়া বরিশাল ডিসি অফিসের কর্মকর্তা জানান, প্রচার নয় ভোট দিতে কেবল অনুরোধ করেছেন।

বরিশাল ডিসি অফিসের এল এ শাখার উচ্চমান সহকারী ও বরিশাল কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মাহফুজুর রহমান এবং ডিসি অফিসের চতুর্থ শ্রেণির চার কর্মচারী নোয়াখালী যান সোমবার দুপুরে। সেখানে কালেক্টরেট সহকারী সমিতির নোয়াখালী কার্যালয়ে সোমবার রাতে এক সভায় যোগ দেন তারা। রাতে ছিলেন জেলা সার্কিট হাউসে।

ওই সভায় অংশ নেয়া কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, সভায় প্রধান বক্তা ছিলেন মাহফুজুর রহমান। তিনি স্বতন্ত্র প্রার্থী লেলিনের পক্ষে ভোট দিতে নোয়াখালী জেলা প্রশাসনের কর্মচারীদের আহবান জানান। লেলিনের পক্ষে প্রচারে কীভাবে কাজ করতে হবে সেই দিকনির্দেশনাও দেন।

তারা আরও জানান, ডিসি অফিসের ওই কর্মকর্তা ও কর্মচারীদের পরিকল্পনা ছিল যে মঙ্গলবার তারা নোয়াখালী ডিসি অফিসের কর্মচারীদের বাড়ি বাড়ি গিয়ে লেলিনের জন্য ভোট চাইবেন।

বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, ভোট চাইতে নয়, নোয়াখালীর সুবর্ণচরে তারা ঘুরতে গিয়েছেন। পরে সহকর্মীদের সঙ্গে কথা বলে কয়েকজনকে লেলিনের পক্ষে ভোট দিতে কেবল অনুরোধ করেছেন।

এ ঘটনার নিন্দা জানিয়ে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক খায়রুল আনম সেলিম বলেন, ‘একজন জেলা প্রশাসক কীভাবে তার অধীনস্থ কর্মচারীদের অন্য জেলায় পাঠান নৌকার বিরুদ্ধে ভোট করার জন্য। একজন সরকারি দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এমন নিন্দনীয় কাজ কেউ আশা করে না। নির্বাচনি আচরণবিধিবর্হিভূত এমন কাজের সুষ্ঠু তদন্ত দাবি করছি।’

নোয়াখালীর ডিসি মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ‘এ বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে দিয়ে একটা তদন্ত কমিটি করেছি আজ। দুদিনের মধ্যে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে। যারা যারা জড়িত, তাদের বিরুদ্ধে নির্বাচনি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে বরিশালের ডিসি জসীম উদ্দীন হায়দার মোবাইল ফোনে বলেন, ‘নোয়াখালীর ডিসি তদন্ত কমিটি করেছে, কীসের জন্য করছে তাকে প্রশ্ন করেন। ওই কর্মচারীরা তো এখান থেকে ছুটি নিয়ে গেছে, তারা ওখানে গিয়ে কী করতে গেছে এটা তাদের নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে আমার কিছু জানা নেই। তারা ফিরে এসে আমাদের জানিয়েছেন যে তারা সেখানে কেবল চা খেতে গিয়েছিলেন, আর কিছু না।’

নোয়াখালী পৌরসভায় ভোট হবে আগামী ১৬ জানুয়ারি। মেয়র পদের জন্য লেলিন ছাড়াও মাঠে আছেন নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র শহিদ উল্যাহ্ খান সোহেল, স্বতন্ত্র প্রার্থী বিএনপি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কিরন এবং স্বতন্ত্র প্রার্থী শহর বিএনপির সভাপতি আবু নাছেরসহ ৭ জন।

এ বিভাগের আরো খবর