চট্টগ্রামের সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী ও ফৌজদারহাট এলাকায় মঙ্গলবার দুপুরে দুই দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন ভাটিয়ারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল লতিফ ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মো. মারুফ।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা ১২টার কিছু আগে ভাটিয়ারীতে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হন আব্দুল লতিফ। এর কিছু পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে পিকআপভ্যানের ধাক্কায় আহত হন মোটরসাইকেল আরোহী মারুফ। তাদের চট্টগ্রাম মেডিক্যালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এএসআই বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়।’