সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া ৬টি শেয়ারের মধ্যে ৫টিই সরকারি কোম্পানির। এর মধ্যে সবগুলো শেয়ারের দরই বেড়েছে দিনের সর্বোচ্চ পরিমাণে।
পরপর দুই দিন সরকারি কোম্পানির শেয়ারে জোয়ার দেখা গেল। বাংলাদেশে শিপিং করপোরেশন দিয়ে শুরু এই যাত্রা। সেটি গত ২৩ ডিসেম্বরের ঘটনা।
এই সময়ে শেয়ারদর বেড়ে হয়েছে চার গুণ। এই অভিজ্ঞতার পর বিভিন্ন খাতের অন্যান্য কোম্পানিতেও দেখা যাচ্ছে ঊর্ধ্বগামী প্রবণতা।
সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার পুঁজিবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৭টি কোম্পানির মধ্যে ৬টি, প্রকৌশল খাতের ৪টি কোম্পানির সবগুলোর, খাদ্য ও বিবিধ খাতের ২টি কোম্পানির সবগুলোর এবং ব্যাংক খাতের একমাত্র কোম্পানির দর বেড়েছে।
টেলিকমিউনিকেশন খাতের একমাত্র কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানির শেয়ারদর অবশ্য কিছুটা কমতে দেখা গেছে।
কেবল সরকারি খাতের কোম্পানি নয়, পুঁজিবাজার দীর্ঘ প্রায় চার মাসের মন্দাভাব কাটিয়ে যে উত্থানে ফিরেছে, সেটির বিষয়ে এখন আর দ্বিমত করার মতো যুক্তি খুঁজে পাওয়া কঠিন।
একটুর জন্য দুই হাজার কোটি টাকা না ছাড়ালেও লেনদেন হয়েছে, সেটি ৬৫ কর্মদিবসের সর্বোচ্চ। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্সের অবস্থান সর্বোচ্চ ৩৬ কর্মদিবসে।
সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হলো ১ হাজার ৯৭৬ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার টাকা। এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল ৬৬ কর্মদিবস আগে গত ৭ অক্টোবর। সেদিন লেনদেন ছিল ২ হাজার ৪৯৭ কোটি ২০ লাখ ৪৬ হাজার টাকা।
নতুন বছরে পুঁজিবাজারে উত্থানের মধ্যে মঙ্গলবারের লেনদেন বিনিয়োগকারীদের আরও আকৃষ্ট করবে
টানা ছয় কর্মদিবস বৃদ্ধির পর এক দিন সূচক পতনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক আবার বাড়ল টানা দুই দিন। রোববারের হোঁচটে যতটা কমেছিল, সোমবার বেড়েছিল তার চেয়ে বেশি। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে প্রধানত সরকারি খাতের কোম্পানির ওপর ভর করে সূচক বাড়ল আরও ৫০ পয়েন্টের বেশি।
দিন শেষে সূচকের অবস্থান দাঁড়িয়েছে ৭ হাজার ৪৯ দশমিক ১৫ পয়েন্ট, যা গত ২১ নভেম্বরের পর সর্বোচ্চ। সেদিন সূচক ছিল ৭ হাজার ৮৫ দশমিক ৬৭ পয়েন্ট।
অবশ্য দিনের একপর্যায়ে ২১ নভেম্বরের সেই অবস্থানকেও ছাড়িয়ে গিয়েছিল সূচক। বেলা ১টা ৩ মিনিটে সূচক ছিল ৭ হাজার ৯৮ দশমিক ২৩ পয়েন্ট। তবে শেষ দেড় ঘণ্টায় কিছুটা কমে সেখান থেকে।
টানা প্রায় চার মাসের সংশোধন কাটিয়ে পুঁজিবাজারে চাঙাভাব ফেরার ইঙ্গিত বছরের শুরুতেই ছিল। এর পর থেকে দিন যত গড়িয়েছে, বিনিয়োগকারীদের মনের দ্বিধা-দ্বন্দ্ব কেটে গেছে তত। তারা ক্রমেই সক্রিয় হতে থাকায় লেনদেনও পাচ্ছে গতি।
দিন শেষে বেড়েছে ১৮৯টি কোম্পানির শেয়ারদর, কমেছে ১৪৬টির। অপরিবর্তিত ছিল ৪৩টির দর।
বিশেষজ্ঞ মত
সরকারি কোম্পানিগুলোর দাম বৃদ্ধির বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষক আবু আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘পুঁজিবাজারে সবচেয়ে দাপটে থাকার কথা সরকারি কোম্পানিগুলোর। কিন্তু দেখা যায়, সরকারি যে ভালো কোম্পানিগুলো আছে, সেগুলোর দাম বাড়ে না, বাড়ে জেড ক্যাটাগরির শ্যামপুর সুগার আর জিল বাংলা সুগার মিলের। যেগুলো থেকে বছর শেষে কোনো রিটার্ন নেই।
‘এখন যেহেতু সরকারি লাভজনক কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে, দর ভালো থাকলে সেটি দেখে অন্য যেসব সরকারি প্রতিষ্ঠান শেয়ারবাজারে আসতে চায় না তারাও তখন আগ্রহী হবে।’
সার্বিক পুঁজিবাজার বিষয়ে তিনি বলেন, ‘গত বছরের নভেম্বর-ডিসেম্বরে সূচকের নেতিবাচক বা পতন দেখা গেছে। ফলে অনেক ভালো কোম্পানির শেয়ারের দরও তখন কমে এসেছিল। এখন কম দামে শেয়ার কেনার আগ্রহ বেড়েছে। ফলে বলা যায়, মূল্য সংশোধনের পর পুঁজিবাজারে বিনিয়োগের একটি সময় যাচ্ছে। যার প্রভাবে সূচক ও লেনদেন বাড়ছে।
‘ডিসেম্বরে আইপিওতে বিনিয়োগকারীদের অনেকগুলো টাকা আটকে ছিল। সেগুলো জানুয়ারির শুরু থেকেই বিও হিসাবে জমা হতে শুরু করেছে। ফলে তারল্য অনেকটা বেড়েছে। সেগুলো বিনিয়োগও হচ্ছে।’
সূচক বৃদ্ধিতে প্রধান ভূমিকায় ছিল এই ১০ কোম্পানি
সূচক বৃদ্ধিতে প্রধান ভূমিকায় যেসব কোম্পানি
সূচক বৃদ্ধিতে প্রধান ভূমিকায় ছিল স্কয়ার ফার্মা। কোম্পানিটির শেয়ারদর ২.৪৯ শতাংশ বাড়ার কারণে সূচকে যোগ হয়েছে ৬.৯৪ পয়েন্ট।
দ্বিতীয় সর্বোচ্চ ৬.৬৫ পয়েন্ট সূচক বাড়িয়েছে গ্রামীণফোন। কোম্পানিটির দর বেড়েছে ০.৯৭ শতাংশ।
তিতাস গ্যাস, ইউনাইটেড পাওয়ার, আর এ কে সিরামিকস, বাংলাদেশ শিপিং করপোরেশন ডেসকো, এসআইবিএল, বার্জার পেইন্টস ও বেক্সিমকো ফার্মাও সূচকে বেশ ভালো পয়েন্ট যোগ করেছে।
সব মিলিয়ে এই ১০ কোম্পানিই সূচকে যোগ করেছে ৩৭ দশমিক ৪১ পয়েন্ট।
বিপরীতে বিকন ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জ হোলসিম সিমেন্ট, ওয়ালটন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, সামিট পাওয়ার, এনআরবিসি ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি সূচক কিছুটা কমিয়েছে।
সব মিলিয়ে এই ১০ কোম্পানির কারণে সূচক কমেছে ৮.২৭ পয়েন্ট।
এই ১০ কোম্পানি সূচক কিছুটা কমিয়েছে
দর বৃদ্ধিতে সেরা দশে সরকারি কোম্পানি
গত চার কর্মদিবস ধারাবাহিকভাবে উত্থানে সরকারি খাতের কোম্পানি তিতাস গ্যাস ৩৭ টাকা ১০ পয়সার থেকে বেড়ে হয়ে গেছে ৪৯ টাকা ৬০ পয়সা। এর মধ্যে মঙ্গলবার বেড়েছে সর্বোচ্চ ৯.৯৭ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে থাকা প্রকৌশল খাতের লোকসানি কোম্পানি ইস্টার্ন কেব্লের দরও বেড়েছে সমপরিমাণ। এই কোম্পানিতে সরকারে অংশীদারত্ব ৫১ শতাংশ।
তৃতীয় অবস্থানে থাকা ন্যাশনাল টিউব কোম্পানির দর বেড়েছে ৯.৯৬ শতাংশ। সরকারের ৫১ শতাংশ শেয়ারের মালিকানাধীন কোম্পানিটির মঙ্গলবার লেনদেন হয়েছে ৯ কোটি ৬২ লাখ টাকা।
৩৪ কোটি ৮২ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালে ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
সরকারি খাতের আরেক কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ারদর গত দশ কর্মদিবসে নয় দিনই বেড়েছে। প্রতিদিনই প্রায় দিনের সর্বোচ্চ দরে বা তার কাছাকাছি দরে লেনদেন হয়েছে শেয়ারদর। মঙ্গলবার বেড়েছে ৯.৯৩ শতাংশ। গত ২৩ ডিসেম্বর শেয়ারদর ছিল ৫৫ টাকার কিছু বেশি, এখন তা হয়েছে ১২৭ টাকা ২০ পয়সা।
টানা দ্বিতীয় দিন সবচেয়ে বেশি লেনদেন হলো বিদ্যুৎ ও জ্বালানি খাতে
এই কোম্পানির মোট শেয়ারের ৫২ দশমিক ১০ শতাংশ শেয়ার আছে সরকারের কাছে। ২৩ দশমিক ৬০ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।
সরকারি খাতের লোকসানি কোম্পানি উসমানিয়া গ্লাসের দরও বেড়েছে ৯.৯৩ শতাংশ। ১৪ লাখ ৮৮ হাজার টাকা মোট ২৪ হাজার ১৮৩টি শেয়ার হাতবদল হয়েছে। এই কোম্পানিরও ৫১ শতাংশ মালিক সরকার।
৯.৩৪ শতাংশ দর বেড়েছে সরকারি মালিকানাধীন বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি ডেসকো। এর ৬৭ দশমিক ৬৬ শতাংশ মালিকানা সরকারের। মাত্র ৮.৫২ শতাংশ মালিকানা সাধারণ বিনিয়োগকারীদের।
এর পরের অবস্থানগুলো ছিল যথাক্রমে আর এ কে সিরামিক, যার দর ৯.৯৩ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, যার দর ৯.৯২ শতাংশ, বসুন্ধরা পেপার মিলস, যার দর ৯.৮৫ শতাংশ এবং সোশ্যাল ইসলামী ব্যাংক, যার দর ৯.৭৪ শতাংশ বেড়েছে।
আরও ২টি কোম্পানির দর ৯ শতাংশের বেশি, ৪টি কোম্পানির দর ৮ শতাংশের বেশি, একটির দর ৭ শতাংশের বেশি, ৫টির দর ৬ শতাংশের বেশি, ৩টির দর ৫ শতাংশের বেশি, ১০টির দর ৪ শতাংশের বেশি, ৮টির দর ৩ শতাংশের বেশি, ৩৫টির দর ২ শতাংশের বেশি বেড়েছে।
দর পতনের ১০ কোম্পানি
মঙ্গলবার ৬.৮৯ শতাংশ দর পতনে শীর্ষে ছিল খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। দর পতনে এদিন ১১ টাকা ৬০ পয়সা দরের শেয়ার নেমে এসেছে ১০ টাকা ৮০ পয়সায়।
এ ছাড়া রূপালী লাইফ ইন্স্যুরেন্সের দর ৫.১৯ শতাংশ, খান ব্রাদাস পিপি ওভেনের ৫.১৪ শতাংশ, এমারেল্ড অয়েলের দর ৫.০৫ শতাংশ কমছে।
সব মিলিয়ে আটটি খাতে লেনদেন হয়েছে আটটি খাতে
চার শতাংশের বেশি শেয়ার দর কমা বেশির ভাগ ছিল জীবন বিমা খাতের। এর মধ্যে ডেল্টা লাইফের ৪.৬৮ শতাংশ, পদ্মা লাইফের ৪.৫৫ শতাংশ, মেঘনা লাইফের ৪.৪৭ শতাংশ, সোনালী লাইফের ৪.৪৪ শতাংশ, অলটেক্সের ৪.৪৪ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৪.১১ শতাংশ, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ৪.১০ শতাংশ, জুট স্পিনার্সের দর ৪.০৬ শতাংশ কমেছে।
আরও ১০টি কোম্পানির দর তিন শতাংশের বেশি কমেছে।
লেনদেনে সেরা ১০
ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পাওয়ার গ্রিডের; ১৩৩ কোটি ৬১ লাখ টাকা। ১ কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৯৮টি শেয়ার হাতবদল হয়েছে কোম্পানিটির।
দ্বিতীয় অবস্থানে থাকা বেক্সিমকো লিমিটেডে ১২২ কোটি ৩১ লাখ টাকায় হাতবদল হয়েছে ৮০ লাখ ১০ হাজার ১৭৩টি শেয়ার।
তৃতীয় অবস্থানে থাকা তিতাস গ্যাসে লেনদেন হয়েছে ৭২ কোটি ৬১ লাখ টাকা। হাতবদল হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার ৭৯টি শেয়ার।
এ ছাড়া ফারইস্ট ইসলামী লাইফে ৬৯ কোটি ৭৫ লাখ টাকা, বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানিতে ৫৯ কোটি ৮৭ লাখ টাকা, জিএইচপি ইস্পাতে ৪৬ কোটি ৩৬ লাখ টাকা, ডেল্টা লাইফে ৪৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্যাংকবহির্ভূত আর্থিক কোম্পানি জিএসপি ফাইন্যান্সে ৪২ কোটি ১১ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনে ৪০ কোটি ৮৮ লাখ টাকা, সাইফ পাওয়ারটেকে ৪০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।