বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাবিতে বসছে কাওয়ালি আসর

  •    
  • ১১ জানুয়ারি, ২০২২ ১৪:০৯

অনুষ্ঠানে কাওয়ালি সংগীত পরিবেশন করবেন ‘সিলসিলা’ ব্যান্ডের লুৎফর রহমান ও খালিদ হাসান আবিদ। এ ছাড়া, গান গাইবেন মুর্শিদি-ভাণ্ডারি ধারার সংগীত শিল্পী শেখ ফাহিম ফয়সাল।

প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে কাওয়ালি গানের আসর।

বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে বুধবার সন্ধ্যা ৬টা থেকে এ আসর শুরু হবে। চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত।

টিকিট ছাড়াই দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি।

বিশ্ববিদ্যালয়ের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’ ও সাধারণ ছাত্রদের আয়োজনে এই অনুষ্ঠান করা হচ্ছে।

অনুষ্ঠানে কাওয়ালি সংগীত পরিবেশন করবেন ‘সিলসিলা’ ব্যান্ডের লুৎফর রহমান ও খালিদ হাসান আবিদ। এ ছাড়া, গান গাইবেন মুর্শিদি-ভাণ্ডারি ধারার সংগীত শিল্পী শেখ ফাহিম ফয়সাল।

অনুষ্ঠানের মূল কাওয়াল দল হিসেবে থাকবেন ঢাকার বিখ্যাত কাওয়াল নাদিম এহতেশাম রেজা খাঁ ও তার দল।

আসরের অন্যতম আয়োজক মীর হুযাইফা আল মামদূহ বলেন, ‘আমাদের কালচারাল বৈচিত্র্য আছে। কাওয়ালি আমাদের দেশের একটি বৈচিত্র্য। আমাদের ঢাকা শহরেই দরবারি ঘরানার কাওয়ালি দু শ বছর বা তারও বেশি সময় ধরে চলছে।

‘তবে এই বৈচিত্র্যগুলো মূল ধারায় উঠে আসছে না। ফলে এই বৈচিত্র্যটাকে তুলে ধরার জন্য আমোদের এই আয়োজন। আমরা দেশীয় এসব বৈচিত্র্য তুলে ধরার কাজ করছি যেন অন্য আরেকটা বৈচিত্র্য দেখে কেউ নাক না সিঁটকায়।

তিনি আরও বলেন, ‘কাওয়ালির বৈচিত্র্যে মানুষ অবগাহন করুক, কাওয়ালিসহ অন্য সমস্ত বৈচিত্র্য টিকে যাক। এটাই আমাদের চাওয়া।’

হুযাইফা ছাড়াও অনুষ্ঠানের মূল আয়োজক হিসেবে আছেন আরও দুজন। তারা হলেন, টেলিভিশন ফ্লিম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী এবং বাংলাদেশ ফিল্ম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন রাকিব তন্ময়।

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ‘One Hub Production House’ ও সার্বিক সহযোগিতায় আছে শাহবাজ ফাউন্ডেশন, মালিকি মাযহাব বাংলাদেশ ফেসবুক গ্রুপ।

এ বিভাগের আরো খবর