ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
স্কুলশিক্ষকের মৃত্যুর বিষয়টি ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম সাইদুজ্জামান মঙ্গলবার সকালে নিশ্চিত করেন।
এর আগে সোমবার রাতে কালামপুর-সাটুরিয়া সড়কের বাটুলিয়া এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুন্নাহার উপজেলা কুশুরা ইউনিয়নের কান্টাহাটি গ্রামের বাসিন্দা। তিনি কান্টাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
পুলিশ জানায়, উপজেলার কুশুরা থেকে অটোরিকশায় একাই যাচ্ছিলেন ওই শিক্ষক। এ সময় বাটুলিয়া এলাকায় অজ্ঞাত ট্রাক চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই এ কে এম সাইদুজ্জামান বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় সকালে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।