বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে এবার পোশাক কারখানায় আগুন

  •    
  • ১১ জানুয়ারি, ২০২২ ১০:০৫

ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. আনিসুর রহমান বলেন, ‘টেকনিক্যাল মোড়ের একটু আগে আনোয়ারা গার্মেন্টস নামের ওই কারখানায় আগুন লাগে। আমাদের ২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কেউ আহত হয়নি।’

চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় একটি পোশাক করাখানায় আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের ২ ইউনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বায়েজিদ থানার টেকনিক্যাল মোড় এলাকায় মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. আনিসুর রহমান।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘টেকনিক্যাল মোড়ের একটু আগে আনোয়ারা গার্মেন্টস নামের ওই কারখানায় আগুন লাগে। আমাদের ২ ইউনিটের ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। আগুনে কেউ আহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।’

এর আগে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় একটি আসবাবপত্রের কারখানায় লাগা আগুনে পুড়ে দুইজন প্রাণ হারান। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

এ বিভাগের আরো খবর