রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়ে সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন ও নির্বাচন কমিশন (ইসি) গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি (জেপি)।
বঙ্গভবনে সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।
২০ ডিসেম্বর থেকে নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি। এর অংশ হিসেবে সোমবার জেপি সংলাপে অংশ নেয়।
সংলাপ শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে জেপি চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে নির্বাচন নিয়েই বেশি আলোচনা হয়েছে। কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়, কিভাবে বড় বড় দলগুলোকে নির্বাচনে আনা যায় তা নিয়ে আমরা কথা বলেছি।’
রাষ্ট্রপতিকে কোনো প্রস্তাব দিয়েছেন কি না জানতে চাইলে মঞ্জু বলেন, ‘আমরা বরং রাষ্ট্রপতিকে বলেছি, সার্চ কমিটি এলো কোথা থেকে? এটা তো সংবিধানে নেই।
‘সংবিধানে যা আছে ইসি গঠনে সেই মাফিক চলার ওপর আমরা সংলাপে জোর দিয়েছি।’
কেমন কমিশন চান এ বিষয়ে রাষ্ট্রপতিকে কোনো স্পষ্ট প্রস্তাব দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন এখন যে পর্যায়ে পৌঁছে গেছে তাতে নির্বাচন কমিশন খুব বেশি গুরুত্ব বহন করে না। অবশ্য আমরা এ বিষয়টা নিয়ে সেভাবে আলাপই করিনি।
‘যখন কোনো বড় দল নির্বাচনে আসতে চায়নি তখন আমরা বলেছি, নির্বাচনই আমাদের পাথেয়। আজও আমরা তাই বলেছি।’
রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন আইন করার প্রস্তাব দিয়েছেন কি না জানতে চাইলে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘আইনটা হয়নি ৫০ বছরেও। আইন করতে আর কতক্ষণ লাগে? আমাদের দেশ যখন স্বাধীন হলো সেখানে উদ্দেশ্য ও আদর্শ কী ছিল...। তবে হতাশ হলে চলবে না।’
সংলাপে জেপি প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন দলের মহাসচিব শেখ শহিদুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী, এ এইচ সালাউদ্দিন মাহমুদ, মফিজুল হক বেবু, এজাজ আহমেদ মুক্তা ও নাজমুন নাহার বেবি।