মেহেরপুর সদরে মাঠ থেকে ছাগল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার হরিরামপুর উত্তর মাঠ থেকে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ৪৮ বছর বয়সী তুফাজ্জেল হোসেনের বাড়ি সদরের হরিরামপুর গ্রামে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা দারা বিষয়টি নিশ্চিত করেছেন।
তুফাজ্জেলের ভাই তুজাম্মেল হোসেন জানান, রোববার রাতে মেয়ের জামাইয়ের বাড়িতে দাওয়াত খেতে যান তুফাজ্জল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ফেরেননি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। রাত থেকেই তাকে খুঁজতে থাকে স্বজনরা।
সকালে ওই মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখেন কয়েকজন কৃষক। তারাই পুলিশে খবর দেন।
ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহালে মরদেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।