বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শামীম ওসমানকে নিয়ে আমি ব্যস্ত নই: আইভী

  •    
  • ১০ জানুয়ারি, ২০২২ ২২:১৫

‘বিভিন্ন কথা নিয়ে বিগত দুবছর ধরে শামীম ওসমান আমার বিরুদ্ধে গ্রাউন্ড তৈরি করেছেন। শামীম ওসমান যে কথাগুলো বলেছেন, কাল উনি (তৈমূর) তোতা পাখির মতো সেই কথাগুলোই উচ্চারণ করেছেন।’

‘শামীম ওসমানকে নিয়ে আমি ব্যস্ত নই’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

সোমবার নির্বাচনি গণসংযোগকালে আইভী বলেন, ‘শামীম ওসমানকে নিয়ে গণমাধ্যমকর্মীরা ব্যস্ত, আমি নই। আমি ব্যস্ত আমার জনগণকে নিয়ে। তিনি (শামীম ওসমান) আমাকে সমর্থন দিলেন কি দিলেন না তাতে কি খুব বেশি পার্থক্য হয়ে যাচ্ছে?’

সোমবার নগরীর ২১ নম্বর ওয়ার্ডে হযরত সালেহ রহমাতুল্লাহ আলাইহি ঈদগাঁও থেকে বন্দর শাহি মসজিদ ও রুপালি আবাসিক এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইভী। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে কে কী করতে চাচ্ছে সেটা যেমন আমার দেখার সময় নেই, তেমনি জনগণেরও সময় নেই। তিনি (শামীম ওসমান) কী করবেন তা জানি না। আমরা নির্বাচন করতে এসেছি। সুন্দরভাবে নির্বাচন করতে চাই।’

নৌকার মেয়র প্রার্থী বলেন, ‘বিভিন্ন কথা নিয়ে বিগত দুবছর ধরে শামীম ওসমান আমার বিরুদ্ধে গ্রাউন্ড তৈরি করেছেন। শামীম ওসমান যে কথাগুলো বলেছেন, কাল উনি (তৈমূর) তোতা পাখির মতো সেই কথাগুলোই উচ্চারণ করেছেন।

‘নারায়ণগঞ্জে যখন একের পর এক খুন হয়েছে তখন তো এ শহরের এত বড় বড় প্রার্থীদের দেখিনি প্রতিবাদ করতে। গতকাল সংবাদ সম্মেলন করে যেসব অভিযোগ আনা হয়েছে তা ওনার সাথে (তৈমূর) যায় না।’

আইভী বলেন, ‘আমার ভোটাররা আমাকে জানে এবং চেনে। আমি তাদের জন্য অনেক কাজ করেছি। দীর্ঘদিন ছিলাম। সে জন্য কিছু অভিযোগ থাকতে পারে। কারণ স্থানীয় সরকারের কাজ চলমান।’

এ বিভাগের আরো খবর