ওসি বলেন, বেড়াতে নেয়ার কথা বলে মেয়েটিকে সদরের সালামত বাজার এলাকায় নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে তার বিয়ের আয়োজন করা হয়েছিল।
চুয়াডাঙ্গা সদরে ৯৯৯ এ কল পেয়ে ১৪ বছরের মেয়ের বিয়ে ভেঙেছে পুলিশ।
সদর উপজেলার সালামত বাজার এলাকায় সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মেয়েটি আলমডাঙ্গার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এই তথ্যগুলো নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেড়াতে নেয়ার কথা বলে মেয়েটিকে সদরের সালামত বাজার এলাকায় নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে তার বিয়ের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত তাদের এক পরিচিত ব্যক্তি ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানায়।
পরে পুলিশ গিয়ে বিয়ে ভেঙে দেয়। প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বিয়ে না দেয়ার শর্তে মেয়েটি পরিবারের জিম্মায় দেয়া হয়েছে বলেও জানান ওসি।