বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্যানভাস বারের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা

  •    
  • ১০ জানুয়ারি, ২০২২ ১৯:৫৮

গুলশানের ক্যানভাস বারে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির অভিযোগ পেয়ে সেখানে অভিযান চলে। শুল্ক গোয়েন্দারা প্রাথমিক তদন্তে বারটিতে ১ কোটি ৬৫ লাখ টাকার ভ্যাট ফাঁকির তথ্য জানতে পারেন।

গুলশানের ক্যানভাস বারের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট নিরীক্ষা ও গোয়েন্দা অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে সেখানে প্রায় পৌনে দুই কোটি টাকার ভ্যাট ফাঁকির ঘটনা পেয়েছে।

ভ্যাট নিরীক্ষা ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ক্যানভাস রেস্টুরেন্ট এন্ড বার রাজধানীর গুলশান-২ এলাকায় অবস্থিত। সেখানে আরএম সেন্টারের চতুর্থ তলায় ব্যবসা করতে প্রতিষ্ঠানটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে লাইসেন্স নিয়েছে। তারা বারে মদ ও রেস্টুরেন্টে খাবার বিক্রি করে থাকে।

ক্যানভাস বারে অভিযান চালিয়ে গোয়েন্দা কর্মকর্তারা প্রাথমিকভাবে ১ কোটি ৬৫ লাখ টাকার ভ্যাট ফাঁকির তথ্য জানতে পারেন। প্রতিষ্ঠানটি প্রকৃত বিক্রির তথ্য গোপন রাখতে চালান ছাড়াই ব্যবসা করছিল। বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির অভিযোগ পেয়ে সেখানে অভিযান চলে।

অধিদপ্তরের উপ-পরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে এ অভিযানে বেশকিছু হিসাব জব্দ করা হয়।

তদন্তে দেখা যায়, ক্যানভাস বার ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত ৬ কোটি ১০ লাখ টাকার বেচাবিক্রি করেছে। এতে সরকারের ভ্যাট আসে ৭৯ লাখ ৫৮ হাজার টাকা। কিন্তু তারা ভ্যাট পরিশোধ করেছে মাত্র ৫ লাখ ৫০ হাজার টাকা। ৭৪ লাখ ৮ হাজার টাকা ভ্যাট ফাঁকি দেয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির বিক্রয়মূল্যের উপর ৮৮ লাখ ৪২ হাজার ১৪৮ টাকার সম্পূরক শুল্ক প্রযোজ্য। কিন্তু তারা ১ লাখ ৯১ হাজার সম্পুরক শুল্ক পরিশোধ করেছে। এক্ষেত্রে ফাঁকি দেয়া হয় ৮৬ লাখ ৫২ হাজার টাকা।

রেজিষ্ট্রার অনুসারে সেখানে মদ ও মদজাতীয় পণ্য মজুদ থাকায় ভ্যাট বাবদ ৩৭ হাজার ৪০৪ টাকা ও সম্পুরক শুল্ক বাবদ ৪১ হাজার ৫৬০ টাকা পাওনা হয়।

সব মিলিয়ে প্রতিষ্ঠানটিতে ১ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ৭৪৭ টাকার ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া যায়।

এ বিভাগের আরো খবর