দিনাজপুরের পার্বতীপুরে শিশুকে ধর্ষণের দায়ে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ সোমবার দুপুরে এই রায় দেন।
সাজা পাওয়া আসামি হলেন সাইফুল ইসলাম। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরেক আসামি আফজাল হোসেনকে খালাস দেয়া হয়েছে।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি তৈয়বা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামি সাইফুলের বাড়ি পার্বতীপুরের শিংগীমারী তকেয়াপাড়া (জমিরহাট) গ্রামে।
২০১৬ সালের ১৮ অক্টোবর বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয় পাঁচ বছরের মেয়েটি। তার বাবা পার্বতীপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
পরদিন বাড়ির পাশের ক্ষেতে অসুস্থ্য অবস্থায় পাওয়া যায় শিশুটিকে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান, ধর্ষণ করা হয়েছে তাকে।
সে বছরের ২০ অক্টোবর রাতে শিশুর বাবা সাইফুল ইসলাম ও আফজাল হোসেনকে আসামি করে মামলা করেন। তাদের পরে গ্রেপ্তার করা হয়।
রায় শুনে মেয়েটির বাবা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে যে ধরনের ঘটনা ঘটেছে, সেটা যেন আর কারও মেয়ের সঙ্গে না ঘটে। ফাঁসি হলে আমি আরও খুশি হতাম। তবে তার (আসামির) যাবজ্জীবন কারাদণ্ডেও আমরা সন্তুষ্ট।’