রাজধানীর গুলিস্তানে মেঘলা পরিবহনের বাসের চাপায় দুই পথচারী নিহতের মামলায় চালক রাকিব শরীফ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক (নিরস্ত্র) রাজীব চন্দ্র সরকার সোমবার আসামিকে আদালতে হাজির করেন। তিনি স্বেচ্ছায় আসামিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান।
আবেদনের পর ঢাকার মহানগর হাকিম মইনুল ইসলাম জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে ওয়ারী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক সালোয়ার হোসেন এ তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
আসামির পক্ষে কোনো আইনজীবীকে আদালতে দেখা যায়নি।
মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার আগে শনিবার সকালে মেঘলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়। এ সময় শেখ ফরিদ ও বাদশা মিয়া নিহত হন। আহত হন ছয়জন।
এ ঘটনায় শেখ ফরিদের ভাই মো. শাকিল ওইদিনই ওয়ারী থানায় মামলা করেন।
ওয়ারী এলাকা থেকে শনিবার রাতেই মেঘলা পরিবহনের চালক রাকিব শরীফকে গ্রেপ্তার করে র্যাব।