ঝিনাইদহ সদরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধে।
সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের যাদবপুর গ্রামে সোমবার বিকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা।
নিহত ব্যক্তি হলেন ৭০ বছরের আওলাদ হোসেন।
এলাকাবাসীর বরাতে ওসি জানান, গ্রামের দাড়িরপুর মাঠের ১০ কাঠা জমি নিয়ে আওলাদ হোসেন ও তার ভাতিজা মো. শহীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জেরে দুপুরে ওই জমিতেই চাচা-ভাতিজার তর্কাতর্কি হয়। এর এক পর্যায়ে আওলাদের মাথায় কোদাল দিয়ে আঘাত করেন শহীদ। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রাজিব চক্রবর্তী জানান, সেখানে নেয়ার আগেই আওলাদের মৃত্যু হয়। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ওসি সোহেল রানা জানান, ঘটনাটি খতিয়ে দেখা হবে। শহীদকে আটকের চেষ্টা চলছে।