বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোগী ছাড়াল ২ হাজার, শনাক্তের হার সাড়ে ৮

  •    
  • ১০ জানুয়ারি, ২০২২ ১৭:০০

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়িয়েছে। এর আগে টানা তিন দিন শনাক্তের হার ছিল ৫ শতাংশের ওপরে।

দেশে করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ দৃশ্যমান হতে শুরু করেছে। দেশে গত ১০ সেপ্টেম্বরের পর সর্বোচ্চসংখ্যক করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর টানা চার দিন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ শতাংশের ওপরে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ২৩১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে তিনজনের মৃত্যুর সংবাদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা ধরা পড়ল ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জনের দেহে। মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ১০৫ জনের।

অধিদপ্তর থেকে সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে করোনা শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ। এর আগে টানা তিন দিন শনাক্তের হার ছিল ৫ শতাংশের ওপরে।

৭ ও ৮ জানুয়ারি পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ শতাংশের ওপরে ওঠে। শনিবার তা ৭ শতাংশ ছুঁইছুঁই হয়ে যায়।

গত ২৪ ঘণ্টায় করোনা ৮৫২টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ১৪৩টি নমুনা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ। বিভাগ অনুযায়ী দুইজন ঢাকার বাসিন্দা। একজন রাজশাহীর।

মৃত্যু ও শনাক্ত বেড়েছেগত এক সপ্তাহের ব্যবধানের মৃত্যু ও শনাক্ত এবং শনাক্তের হার বেড়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে জানা গেছে। গত এক সপ্তাহের ব্যবধানে শনাক্ত বেড়েছে ১২৫ শতাংশ। এ সময়ে মৃত্যু বেড়েছে ৪৭ শতাংশ। গত এক সপ্তাহে যাদের মৃত্যু হয়েছে তাদের ৮৪ শতাংশ টিকা নেননি।

তৃতীয় ঢেউ কি চলেই এলো?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী সংক্রমণের হার ৫ শতাংশের বেশি থেকে এর নিচে নেমে এলে সংক্রমণ নিয়ন্ত্রণে ধরা হয়। উল্টোপথে যাত্রা অর্থাৎ সংক্রমণের হার ৫-এর নিচে থেকে ৫ ছাড়ালে পরবর্তী ঢেউ আঘাত হেনেছে ধরা হয়।

তবে এক দিনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয় না। পরপর দুই সপ্তাহ যদি সংক্রমণের হার ৫ শতাংশের বেশি বা কম থাকে, তাহলে সংক্রমণ নিয়ন্ত্রণে বা পরবর্তী ঢেউ আঘাত হেনেছে বলে ধরা হয়।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণের পর ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি তা নিয়ন্ত্রণে আসে। মার্চের শেষে আবার দ্বিতীয় ঢেউ আঘাত হানে। সেটি নিয়ন্ত্রণে আসে গত ৪ অক্টোবর।

এ বিভাগের আরো খবর