সুনামগঞ্জের ছাতকে ডিগ্রির ছাত্র আল আমিনকে কুপিয়ে হত্যার দায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার সোমবার দুপুরে এ রায় দেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী খায়রুল কবির রুমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন ছাতকের চরমহল্লা ইউনিয়নের ছনুয়া গ্রামের আক্কাস মিয়া, মৌজরাই গ্রামের আজিজুল ইসলাম ও লক্ষণসোম গ্রামের সাইদুল হক। এর মধ্যে আক্কাস ও আজিজুল পলাতক।
কথা কাটাকাটির জেরে ২০১৬ সালের ১৭ অক্টোবর উপজেলার বড়কাপন এলাকায় টেম্পু স্ট্যন্ডের সামনে জাউয়াবাজার ডিগ্রি কলেজের ছাত্র আল আমিনকে কুপিয়ে হত্যা করা হয়।