চাঁদপুরের কচুয়ায় বিআরটিসির বাসের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।
উপজেলার সাচার এলাকার শিমুলতলীতে সোমবার দুপুরে এই দুর্ঘটনা হয়।
নিহতরা হলেন কচুয়ার বুধুন্ডা গ্রামের সজীব হোসেন ও সাচার গোপিরদিঘীর পাড় গ্রামের আতিকুর রহমান। তারা ছিলেন ওই ট্রাক্টরে।
দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাক্টরচালক মেহেদী হাসান ও মালিক ফুল মিয়া।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত ট্রাক্টরচালক মেহেদী জানান, সোমবার বেলা ১১টার দিকে সাচার থেকে তেগুরিয়ার দিকে যাচ্ছিল ট্রাক্টরটি। পথে শিমুলতলী এলাকায় ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী বিআরসিটির বাস এটিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি রাস্তার পাশে ডোবায় পড়ে যায়।
ঘটনাস্থলেই নিহত হন সজিব ও আতিকুর রহমান। আহতরা স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।