ট্রলারের ইঞ্জিন হঠাৎ বিকল হওয়ায় বঙ্গোপসাগরে চরম সংকটে পড়েন দ্বীপজেলা ভোলার ২০ জেলে। গত ১১ ডিসেম্বর থেকে এ অবস্থায় সাগরেই ভাসতে থাকেন তারা।
একপর্যায়ে খাবারসহ প্রয়োজনীয় রসদ ফুরিয়ে গেলে বাঁচার আশা প্রায় ছেড়েই দেন তারা। পরে তাদের ট্রলার ‘এফবি আল্লার দান’ ভাসতে ভাসতে দেশের জলসীমা পেরিয়ে ভারতে চলে যায়।
১৫ দিন পর গত ২৬ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ড ফিশিং ট্রলারসহ ২০ জেলেকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে।
খবর পেয়ে বাংলাদেশের কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) গত ৯ জানুয়ারি রোববার দুই দেশের সমঝোতায় জেলেদের দেশে নিয়ে আসে।
ট্রলারসহ জেলেদের সোমবার সকালে তাদের মহাজন আবুল কাশেমের কাছে হস্তান্তর করে মোংলা কোস্টগার্ড।
সোমবার দুপুরে এসব তথ্য জানান কোস্টগার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন।
উদ্ধার জেলেরা হলেন মো. নুরুল ইসলাম, মো. তাছিন, মো. নুরুল ইসলাম, মো. হানিফ, মো. সোহেল, মো. বেল্লাল, মো. আলাউদ্দিন আহমেদ, আবু বকর, মো. মিরাজ, মো. সালাউদ্দিন, মো. সালাউদ্দিন, মো. সবুজ ও মো. হারুন।
এ ছাড়া উদ্ধার করা হয় মো. জামাল, মো. বসর, মো. মোস্তাফিজ, মো. সোলাইমান, মো. আবু জাহের, মো. রিপন ও মো. দেলোয়ারকে। তাদের সবার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়।