দেশে আরও ১০ জনের দেহে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। তারা সবাই রাজধানী ঢাকার বাসিন্দা। এ নিয়ে দেশে ৩০ জনের দেহে করোনাভাইরাসের এই অতি সংক্রমণশীল ধরনটি শনাক্ত হলো।
সোমবার দুপুরে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) এ তথ্য জানায়।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়, ১০ জানুয়ারি পর্যন্ত জমা পড়া রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। ১০ জনের নমুনা ২৮ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে জমা দেয়া হয়। শনাক্ত হওয়া ৩০ জনের মধ্যে ২০ জন নারী ও ১০ জন পুরুষ।
তবে এই রোগীরা সম্প্রতি বিদেশ ভ্রমণ করেছেন কি না, সে সম্পর্কিত কোনো তথ্য সংস্থাটি জানাতে পারেনি।
নমুনাগুলো আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) জমা দেয়া হয়েছে।
এক মাস আগে গত বছরের ১১ ডিসেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশে প্রথম ওমিক্রন শনাক্তের বিষয়টি জানান।
সেদিন জিম্বাবুয়ে থেকে ফিরে আসা জাতীয় নারী ক্রিকেট দলের দুই ক্রিকেটারের দেহে ওমিক্রনের অস্তিত্ব পাওয়া যায়।
গত বছরের ২৪ নভেম্বর আফ্রিকা অঞ্চলে করোনার এই নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার খবর দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।