নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনার ছয় দিন পরও খোঁজ মেলেনি দেড় বছরের শিশু তাসফিয়ার।
এ দুর্ঘটনায় উদ্ধার অভিযানের ষষ্ঠ দিনে সর্বশেষ তিনজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যরা।
নদীর বক্তাবলী এলাকা থেকে সোমবার সকাল ৮টার দিকে তানিম, আব্দুল্লাহ ও ৬৫ বছরের শামসুদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে ধর্মগঞ্জ এলাকা থেকে রোববার সকাল সাড়ে ৮টার দিকে দুটি মরদেহ উদ্ধার করা হয়। কিছু পরেই পাওয়া যায় আরও দুটি।
এখন পর্যন্ত মরদেহ পাওয়া গেছে গৃহবধূ জেসমিন বেগম, তার বড় মেয়ে তাসনিম ও তার ছেলে মাদ্রাসাপড়ুয়া তামিম, চরবক্তাবলীর মোয়াজ্জেম আব্দুল্লাহ, বক্তাবলীর উত্তর গোপালনগর এলাকার মোতালেব মিয়া, আওলাদ হোসেন, মো. শামসুদ্দিন, কলেজছাত্র সাব্বির ও পোশাকশ্রমিক জোসনা বেগমের।
ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ট্রলার ডোবার স্থান থেকে কিছুটা দূরে আজ সকালে আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়। এ পর্যন্ত নিখোঁজ ৯ জনের লাশ উদ্ধার করা হলো।
এখন নিখোঁজ রয়েছে মৃত তাসনিমের মেয়ে ছোট্ট তাসফিয়া। তাকে ও ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
এ ঘটনার প্রধান তদন্তকারী কর্মকর্তা সদর উপজেলা ইউএনও রিফাত ফেরদৌস নিউজবাংলাকে বলেন, ‘উদ্ধারদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
‘যারা মারা গেছেন তাদের প্রত্যেককে সরকারের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
ফতুল্লায় ধলেশ্বরী নদীতে গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে ১০ জন নিখোঁজ হন। অন্তত ৩০ যাত্রী বহনকারী ট্রলারটি এমভি ফারহান-৬ নামের লঞ্চের ধাক্কায় ডুবে যায় নদীতে। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ওই ১০ জনকে পাওয়া যায়নি।
ট্রলারডুবির ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এরই মধ্যে এমভি ফারহান-৬ লঞ্চের মাস্টার কামরুল হাসান, চালক জসিমউদ্দিন ভূঁইয়া ও সুকানি জসিম মোল্লাকে আসামি করে ফতুল্লা থানায় মামলা করেছেন বিআইডব্লিউটিএর উপপরিচালক (নৌ নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য। তাদের গ্রেপ্তার করা হয়েছে, জব্দ করা হয়েছে লঞ্চটিও।
ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম জানান, মামলায় অভিযোগ করা হয়েছে যে কুয়াশার মধ্যে বেপরোয়া গতিতে লঞ্চটি চলছিল। এ কারণে এই দুর্ঘটনা ঘটে।