বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মসজিদের নাম নিয়ে সংঘর্ষে হতাহত

  •    
  • ১০ জানুয়ারি, ২০২২ ০৯:৪৮

স্থানীয়রা জানান, মসজিদ পুনর্নির্মাণের টাকা দেন এই গ্রামের লন্ডন প্রবাসী সাইফুল ইসলাম সেফুল। এ কারণে তিনি মসজিদের নাম পরিবর্তন করে বাবার নামে করার চেষ্টা করেন। এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে সেফুলের বিরোধ দেখা দেয়। আদালতে মামলাও চলছে।

হবিগঞ্জ সদরে মসজিদের নাম পরিবর্তন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

সদর উপজেলার লুকড়া ইউনিয়নের পূর্ব ফান্ডাইল গ্রামের পাঁচপিরের মাজারে ওরস চলার সময় সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ৪০ বছর বয়সী আফজাল হোসেনের বাড়ি পূর্ব ফান্ডাইল গ্রামে। তিনি ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ের গাড়ির চালক ছিলেন। ছুটিতে বাড়ি এসেছিলেন।

স্থানীয়রা জানান, ১৯৮৪ সালে গ্রামবাসীর উদ্যোগে পূর্ব ফান্ডাইল জামে মসজিদ প্রতিষ্ঠা করা হয়। সম্প্রতি মসজিদটি নতুনভাবে নির্মাণের উদ্যোগ নেয়া হয়। কাজও প্রায় শেষ দিকে।

মসজিদ পুনর্নির্মাণের টাকা দেন এই গ্রামের লন্ডন প্রবাসী সাইফুল ইসলাম সেফুল। এ কারণে তিনি মসজিদের নাম পরিবর্তন করে বাবার নামে করার চেষ্টা করেন। এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে সেফুলের বিরোধ দেখা দেয়। আদালতে মামলাও চলছে।

পাঁচপিরের মাজারে রোববার থেকে ওরস শুরু হয়। ওরস চলার সময় সোমবার রাতে মসজিদের নাম পরিবর্তন নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১১ জন আহত হন। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক আফজালকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম নিউজবাংলাকে জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখনও এ ঘটনায় কোনো মামলা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর