বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভটভটি-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

  •    
  • ১০ জানুয়ারি, ২০২২ ০৯:২৪

ঈশ্বরদী হাইওয়ে থানা পুলিশের ওসি রেজাউল বাশার বলেন, ‘মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

পাবনার ঈশ্বরদীতে ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

উপজেলার দিকশাইল মোড়ে রোববার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের যুবক বাবলু হোসেন। অন্যজন অটোরিকশার চালক। তবে তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আহতরা হলেন ঈশ্বরদীর আমবাগান এলাকার ডলি খাতুন ও আনোয়ারা খাতুন এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহরম আলী ও শাহিন হোসেন।

নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঈশ্বরদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল বাশার।

তিনি জানান, পাবনা থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে দিকশাইল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি ভটভটির সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রী বাবলু হোসেন নিহত হন। গুরুতর আহত চার যাত্রীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ‘মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর