গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে রেলে কাটা পড়ে অজ্ঞাত দুই নারীর মৃত্যু হয়েছে।
রোববার রাত সাড়ে ১০টায় টঙ্গীর নতুনবাজার গাজীবাড়ি এলাকায় ও রাত ১২টায় টঙ্গী রেলব্রিজ এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ।
তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি টঙ্গীর নতুন বাজার গাজীবাড়ি এলাকা পার হচ্ছিল। এ সময় রেলসড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। তার বয়স আনুমানিক ৬৫ বছর। নিহতের পরনে প্রিন্টের শাড়ি ও খয়েরি রঙের ব্লাউজ ছিল।
নুর মোহাম্মদ আরও জানান, রাত ১২টায় তুরাগ নদের ওপর টঙ্গী রেলব্রিজের পশ্চিম লাইনে অজ্ঞাত ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।