নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে যাননি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
স্থানীয় ভোটার ও মেয়র প্রার্থী নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল সুশাসনের জন্য নাগরিক সুজন। রোববার রাত ৭টার দিকে নগরীর শেখ রাসেল পার্কের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুজন সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, কার্যনির্বাহী পরিষদ সদস্য ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহম্মেদ, কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ কুমার সরকার, আঞ্চলিক সমন্বয়ক জিল্লুর রহমানসহ জেলা সভাপতি আব্দুর রহমান ও সম্পাদক ধীমান সাহা জুয়েল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জনগণের মুখোমুখি অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বাংলাদেশ কল্যাণ পাটির মেয়র প্রার্থী রাশেদ ফেরদৌস, খেলাফত মসলিসের প্রার্থী সিরাজুল মামুন ও ইসলামী আন্দোলনের প্রার্থী মাসুম বিল্লাহ উপস্থিত হয়ে ভোটারদের কাছে তাদের প্রতিশ্রুতি তুলে ধরেন।
প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ডা. সেলিনা হায়াৎ আইভী ও তৈমূর আলম খন্দকারসহ অন্যরা এতে যোগ দেননি। বিভিন্ন এলাকা থেকে ভোটাররা অনেকে ছুটে এসেছিলেন মূলত এই দুই প্রার্থীর কাছে তাদের প্রশ্নগুলো তুলে ধরতে। তাদের না পেয়ে উপস্থিত অন্য প্রার্থীদের কাছে নগরের নানা সমস্যা তুলে ধরেন ভোটাররা।
বাংলাদেশ কল্যাণ পাটির প্রার্থী রাশেদ ফেরদৌস বলেন, ‘আমি পরিকল্পিত নগর গড়ব। যুবসমাজকে মাদক থেকে বাঁচাতে প্রতিটি ওয়ার্ডে লাইবেরি তৈরি করব, যাতে করে তারা সেখানে বই নিয়ে সময় কাটাতে পারে। আর নারীদের জন্য কল্যাণমূলক নানা উদ্যোগ নেবো।’
খেলাফত মসলিসের প্রার্থী সিরাজুল মামুন ভোটারদের উদ্দেশে বলেন, ‘মানুষের অধিকার আদায়ে সমস্যা হয় এমন কোনও কাজ আমরা করব না। মানুষ যেন ন্যায়ের সঙ্গে বেঁচে থাকতে পারে।’
ইসলামী আন্দোলনের প্রার্থী মাসুম বিল্লাহ বলেন, ‘এ নগরে অনেক মানুষের বাস। এ কারনণ নগর হয়ে গেছে বাসের অযোগ্য হয়ে পড়েছে। আমি বিজয়ী হতে পারলে প্রথমেই স্বাস্থ্যসমত একটি নগর গড়বো।’
সুজন সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার অনুষ্ঠানে বলেন, ‘আমরা নির্বাচনে এতো বেশি প্রচার করি যে নির্বাচনকে আবর্জনা বানিয়ে ফেলি। এতো পোস্টারের প্রয়োজন নেই। কারণ বিভিন্ন দেশের নির্বাচনে এতো পোস্টার প্রয়োজন হয় না। কিন্তু আমরা এ সংস্কৃতি থেকে বের হতে পারছি না। তার সঙ্গে আমরা আরও অনেক কিছুর হঙ্গে যুক্ত হয়ে পড়েছি। দিন দিন আমাদের অধঃপতন হচ্ছে।’
ড. তোফায়েল আহম্মেদ বলেন, ‘একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনও পদ নেই। কারণ তারা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে। সতরাং প্রতিনিধি নির্বাচনে আমাদের যোগ্যতার পরিচয় দিতে হবে।’