বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বামীর সঙ্গে ঝগড়া করে তিন সন্তানের জননীর ‘আত্মহত্যা’

  •    
  • ৯ জানুয়ারি, ২০২২ ২৩:১৭

পুলিশ বলছে, পারিবারিক অস্বচ্ছলতাসহ নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত। গত তিন দিন ধরেই ঝগড়া চলে আসছিল। এর জেরে স্থানীয় বোর্ডেরহাট বাজারের একটি কীটনাশকের দোকান থেকে বিষ কিনে বাড়িতে নিয়ে যান জাহানারা।

লালমনিরহাটের ভেলাগুড়ির পুর্ব কাদমায় বিষ খেয়ে তিন সন্তানের এক নারীর বিষপানে মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তিনি আত্মহত্যা করেছন বলে ধারণা করা হচ্ছে।

রোববার বেলা ১২ টার দিকে ওই ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম সেই এলাকার বেলাল হোসেন এর স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

পুলিশ বলছে, পারিবারিক অস্বচ্ছলতাসহ নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত। গত তিন দিন ধরেই ঝগড়া চলে আসছিল। এর জেরে স্থানীয় বোর্ডেরহাট বাজারের একটি কীটনাশকের দোকান থেকে বিষ কিনে বাড়িতে নিয়ে যান জাহানারা।

একই এলাকার আশরাফুল ইসলাম নামে একজন বলেন, ‘কয়েকদিন হতে শুনি তাদের ঝগড়া। গতকাল তার বাবা এসে তাদের ঝগড়া মীমাংসা করে দিয়ে চলে যায়। আজ তো শুনতেছি দুপুরে বাজার হতে বিষ কিনে নিয়ে বাড়িতে গিয়ে খায়।’

তিনি জানান, জাহানারাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানেই মারা যান তিনি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আছে। এলাকায় আসলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর