বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আমি শামীম ওসমানের পায়ে হাঁটি না: তৈমূর

  •    
  • ৯ জানুয়ারি, ২০২২ ২৩:০৫

এই নির্বাচনে মুল লড়াই চলছে আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী ও তৈমূরের মধ্যে। তবে ২০১১ সালে আইভীর প্রতিদ্বন্দ্বী শামীম ওসমান ভোটে না থেকেও উপস্থিত। আইভী দাবি করছেন, তৈমূর আসলে শামীমের প্রার্থী।

নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার শক্তি নন বলে সাফ জানিয়ে দিয়েছেন সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার। বলেছেন, বিএনপি তার দলীয় পদ কেড়ে নিলেও স্থানীয় বিএনপির তার পক্ষে ঐক্যবদ্ধ।

রোববার বিকেলে নগরীর নগরীর মাসদাইর এলাকায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তৈমূর।

তিনি বলেন, ‘শনিবার সরকারদলীয় মেয়র প্রার্থী আমাকে নিয়ে তার নিজদলের একজন এমপি ও জাতীয় পার্টির একজন এমপিকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আমি শামীম ওসমানের পায়ে হাঁটি না।‘

এই নির্বাচনে মুল লড়াই চলছে আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী ও তৈমূরের মধ্যে। বিএনপি এই ভোট বর্জনের ঘোষণা দিলে তৈমুল হাতি মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ায় বিএনপি তার সব পদ কেড়ে নিয়েছে।

ওদিকে আইভীর প্রচারে নিত্যদিন উঠে আসছে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শামীম ওসমান প্রসঙ্গ। ২০১১ সালের নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বীকে তিনি ‘গডফাদার’ বলে আক্রমণ করেছেন। দাবি করেছেন, তৈমূর তারই প্রার্থী। এই পরিপ্রেক্ষিতেই বিএনপি নেতা এই মন্তব্য করেন।

আগামী ১৬ জানুয়ারির ভোটকে সামনে রেখে ব্যাপক প্রচারের মধ্যে তৈমূর গণমাধ্যমকে ডাকেন প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলতে।

সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ এসেছে যে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতার বাড়িতে পুলিশ হানা দিয়েছে। এই নেতারা আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ভোটে কাজ করছে না বলে অভিযোগ আছে।

তৈমূর বলে, সরকারদলীয় প্রার্থীর অবস্থান নড়বড়ে হয়ে গেছে, পায়ের নিচে মাটি এতটাই সরে গেছে যে, পুলিশ প্রশাসনের লোক দিয়ে ভয়ভীতি আর জোর করে দলীয় নেতাদের মাঠে নামাতে হচ্ছে।’

তিনি বলেন, ‘পুলিশ পাঠিয়ে সরকারি দলের মার্কার পক্ষে নির্বাচন করার জন্য অযাচিতভাবে হুমকি ও হয়রানি প্রদান করা হচ্ছে। কিন্তু প্রশাসনের নিরপেক্ষ থাকা উচিত।’

২৭টি ওয়ার্ডে তার সমর্থক ও নির্বাচন পরিচালনায় নেতাদেরকে পুলিশ ও গোয়েন্দাদের দ্বারা হয়রানি করা হচ্ছে অভিযোগ করে বিএনপি নেতা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রধান অন্তরায় এটি।

তৈমূর বলেন, সরকারদলীয় প্রার্থী একের পর এক আচরণবিধি ভঙ্গ করলেও নির্বাচন কমিশন শুধুমাত্র শো-কজ করার নামে আইওয়াশ করেছে।

পদত্যাগ করার পরেও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মারীদের আইভী ব্যবহার করছেন, এমন একটি অভিযোগও করেন তিনি। বলেন, ‘তার সরকারি দেহরক্ষী, পিএস, ময়লার ট্রাকের কর্মচারীদের তার প্রচারণায় অংশ করিয়ে সেটিও প্রমাণ করছেন।’

আইভী মেয়র থাকাকালে রেলওয়ে কলোনিতে ও জিমখানা বস্তির প্রায় ৫ হাজার মানুষের মাথার ছাদ কেড়ে নিয়েছেন বলে অভিযোগ করেন তৈমূর। বলেন, সরকারি জমির সঙ্গে সেখানে রেলওয়ে থেকে কেনা ব্যক্তিগত জমিও তিনি দখল করেছেন।

পুনর্বাসন না করে ছিন্নমূল মানুষকে গৃহহীন করা ও পার্ক তৈরির নামে ঠিকাদার সিন্ডিকেটকে কোটি কোটি টাকা লুটপাটের সুযোগ করে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, ‘আইভী ১৮ বৎসর নারায়ণগঞ্জের মানুষকে দুর্ভোগ ছাড়া আর কিছুই দিতে পারেননি।’

নাগরিক ঐক্যজোটের নেতা সাবেক সংসদ সদস্য এস এম আকরাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, বন্দর উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান মুকুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি কামাল হোসেন, মহানগর শ্রমিকদলের সভাপতি এস এম আসলাম সহ স্থানীয় বিএনপির নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর