বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপির সংলাপে আসা উচিত: কাদের সিদ্দিকী

  •    
  • ৯ জানুয়ারি, ২০২২ ২১:৪৬

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘একটা মস্ত বড় দল বিএনপি সংলাপে আসছে না। তাদের সঙ্গে অনেকেই আসছেন না, কিন্তু আমরা এসেছি। আমরা দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, রাষ্ট্রপতি আমাদের দাওয়াত দিয়েছেন। তার সম্মানে সংলাপে আসা উচিত।’

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বিএনপির মতো বড় দলের অংশগ্রহণ করা উচিত বলে মনে করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘মতের মিল না হলেই মত ব্যক্ত করবেন না এটা তো গণতন্ত্র না।’

রোববার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে বেরিয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন কাদের সিদ্দিকী।

নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, যা গত ২০ ডিসেম্বর শুরু হয়েছে। প্রথম দিন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সংলাপে অংশগ্রহণ করেন। আগামী ১২ জানুয়ারি বিএনপির সঙ্গে সংলাপের তারিখ নির্ধারণ করা হলেও দলটি জানিয়েছে তারা সংলাপে অংশ নেবে না।

এর আগে বিকেল সাড়ে ৫টায় সংলাপে অংশ নিতে বঙ্গভবনে যায় কাদের সিদ্দিকীর দল। তার নেতৃত্বে দলের প্রতিনিধি হিসেবে ছিল আট সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন মহাসচিব হাবিবুর রহমান বীরপ্রতীক, সহসভাপতি আমিরুল ইসলাম তারেক, যুগ্ম মহাসচিব ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, মহিলাবিষয়ক সম্পাদক নাসরিন কাদের সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য ফরিদ আহমেদ, ছাত্র আন্দোলনের সভাপতি রিফাতুল ইসলাম দীপ।

বঙ্গভবন থেকে বেরিয়ে বিএনপির মতো বড় দল সংলাপে অংশ নিচ্ছে না এতে সংলাপ সফল হবে কি না এমন এক প্রশ্নের উত্তরে কাদের সিদ্দিকী বলেন, ‘সফলতা-বিফলতা নির্ভর করে একাগ্রতার ওপরে। চেষ্টার ওপরে। সব কয়টি দল সংলাপে অংশ নিয়ে ভালো কিছু না হলে কোনো লাভ নেই। আর দু-একটি দল অংশগ্রহণ না করলে, দেশ ভেসে যাবে এটাও সত্য কথা নয়।’

তিনি বলেন, ‘একটা মস্ত বড় দল বিএনপি সংলাপে আসছে না। তাদের সঙ্গে অনেকেই আসছেন না, কিন্তু আমরা এসেছি। আমরা দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, রাষ্ট্রপতি আমাদের দাওয়াত দিয়েছেন। তার সম্মানের জন্য সংলাপে আসা উচিত।’

কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা অনেক সময় একসঙ্গে চলেছি। অনেক পথ হেঁটেছি সে জন্য পুরোনো বন্ধু হিসেবে কথা বলতে এসেছিলাম।’

এ বিভাগের আরো খবর