বাগেরহাটের ফকিরহাটে ট্রাকচাপায় মাহিন্দ্রা আরোহী আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চার মাদ্রাসাছাত্র এ দুর্ঘটনায় প্রাণ হারাল।
ঢাকায় নেয়ার পথে মাওয়া ফেরিঘাটে রোববার বিকেলে অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যায় মো. সাকিব। তার বাড়ি ফকিরহাটের পিলজংগ গ্রামে।
সাকিব হাকিমপুর মাদ্রাসার প্রথম জামায়াতের শিক্ষার্থী ছিল।
খুলনা-মোংলা মহাসড়কে বাগেরহাটের শ্যামবাগাত মুনস্টার জুট মিলের সামনে শনিবার রাত দেড়টার দিকে ওই দুর্ঘটনা হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় তিন ছাত্র।
নিহতরা হলো বাগেরহাট সদর উপজেলার রনজিতপুর গ্রামের আব্দুল্লাহ মাহমুদ, রামপালের ঝনঝনিয়া গ্রামের আব্দুল গফুর ও সাতক্ষীরার কালীগঞ্জের মো. সালাউদ্দিন।
ওসি আলী বলেন, ‘খুলনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতা শেষ করে এই ছাত্ররা মাহিন্দ্রায় করে মাদ্রাসায় ফিরছিল। পথে জুট মিলের সামনে মালবাহী ট্রাকের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনা ঘটে।’