নির্বাচনি প্রচারণায় গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন আসন্ন নাটোর পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন।
রোববার দুপুর ১২টার দিকে শহরের ভবানীগঞ্জ এলাকায় নির্বাচনি প্রচারণাকালে ওই হামলার ঘটনা ঘটে।
স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক জানান, সমর্থকদের নিয়ে তিনি নির্বাচনি প্রচারণায় বের হয়েছিলেন। এ সময় চৌকিরপাড় এলাকায় গেলে সেখানে প্রথমে তাকে কয়েকজন বাধা দেন। পরে সেখান থেকে শহরের ভবানীগঞ্জ মোড়ে পৌঁছালে স্থানীয় ইদ্রিস বাবুর নেতৃত্বে কতিপয় যুবক লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালান।
ওই হামলায় মেয়র প্রার্থীসহ তার কয়েকজন সমর্থকও আহত হন। হামলাকারীদের টোকাই উল্লেখ করে ওই প্রার্থী জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ জানানোর প্রস্তুতি চলছে।
হামলায় স্বতন্ত্র প্রার্থী ছাড়াও তার সমর্থকদের কয়েকজন আহত হন
হামলার বিষয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ঘটনাটি স্বতন্ত্র মেয়র প্রার্থী তাকে ফোনে জানিয়েছেন। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
নির্বাচনকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও জানান পুলিশ সুপার। এ ছাড়া তদন্ত সাপেক্ষে স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকদের ওপর হামলাকারীদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।