কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছে জাপানের দুই যুদ্ধজাহাজ।
একটি ‘উন্মুক্ত ও স্বাধীন ইন্দো-প্যাসিফিক অঞ্চল’ বাস্তবায়নে এই সফর ভূমিকা রাখবে বলে মনে করে ঢাকার জাপান দূতাবাস।
তিন দিনের সফরে আসা জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স (জেএমএসডিএফ)-এর যুদ্ধজাহাজ জেএস উরাগা এবং জেএস হিরাডো শনিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
বাংলাদেশের জলসীমায় পৌঁছালে নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যয়’ ওই জাহাজ দুটিকে স্বাগত জানায়।
শনিবার বাংলাদেশে নিযুক্ত কয়েকটি দেশের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে জাহাজ দুটি পরিদর্শন করে রোববার টুইটারে নিজের অনুভূতি ব্যক্ত করেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।
টুইটারে তিনি লেখেন, ‘জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং ভারতের সহকর্মীদের সঙ্গে চট্টগ্রামে আসা জাপানি জাহাজ জেএস উরাগা এবং জেএস হিরাডো পরিদর্শন করতে পেরে খুবই আনন্দিত বোধ করছি। এর আগে ২০২১ সালে যুক্তরাজ্যের এইচএমএস কেন্ট এবং যুক্তরাষ্ট্রের ইউএসএস তুলসা বাংলাদেশ ভ্রমণ করেছিল। শক্তিশালী বন্ধুত্ব ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তির চাবিকাঠি।’
গত ডিসেম্বরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ‘কারাত-২০২১’ শীর্ষক যৌথ প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নেয়া ‘ইউএসএস তুলসা’ জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভিড়েছিল।
এর আগে অক্টোবরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘এইচএমএস কেন্ট’ পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছিল।
ব্রিটিশ হাইকমিশনারের শেয়ার করা ছবিতে তার সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিকে দেখা যায়।
দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের ঘোষণা দিয়ে জাপান দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আশা করা হচ্ছে, এই বন্দর পরিদর্শন শুধু জাপান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করবে না বরং একটি উন্মুক্ত ও স্বাধীন ইন্দো-প্যাসিফিক অঞ্চল বাস্তবায়নে অবদান রাখবে। যা এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি সুরক্ষিত করার একটি স্পষ্ট প্রয়াস।’
দূতাবাস জানায়, শনিবার চট্টগ্রামে পৌঁছানো জাপান মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের জাহাজ দুটি সোমবার পর্যন্ত ওই বন্দরে থাকবে।
এ ছাড়া সফরের শেষ দিন ওই জাহাজ দুটি চট্টগ্রামসংলগ্ন সামুদ্রিক অঞ্চলে একটি শুভেচ্ছা মহড়া পরিচালনা করবে।
দূতাবাস আরও জানায়, জেএস উরাগা এবং জেএস হিরাডো ২০১২ ও ২০১৯ সালেও চট্টগ্রামে বন্দর পরিদর্শন করেছিল। তৃতীয় সফরটি একটি স্মরণীয় বছর অর্থাৎ দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীকে চিহ্নিত করেছে।
জেএস উরাগা এবং জেএস হিরাডো গত ১২ ডিসেম্বর ইন্দো-প্যাসিফিক এবং মিডল ইস্ট ডিপ্লয়মেন্ট ২১-২২ এর জন্য জাপান থেকে রওনা হয়েছে এবং ব্রুনাই হয়ে বাংলাদেশে এসেছে। ফিরতি পথে তারা শ্রীলঙ্কা, বাহরাইন এবং মালয়েশিয়াও সফর করবে।
যুদ্ধজাহাজ দুটি জাপানে ফিরবে ৩১ মার্চ।